সম্পূর্ণ অপর্ণাকে তথ্যচিত্রে সাজিয়ে তুললেন সুমন

RBN Web Desk: অপর্ণা সেন (Aparna Sen), শুধুমাত্র একজন অভিনেত্রী বা পরিচালক নন, বরং এক বহুস্তরীয় ব্যক্তিত্বের নাম যিনি বাংলা ছবির সঙ্গে সঙ্গে বাংলার সংস্কৃতি এবং রাজনৈতিক ইতিহাসেও জায়গা করে নিয়েছেন। তাঁকে নিয়েই পরিচালক সুমন ঘোষের (Suman Ghosh) তথ্যচিত্র ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ (Parama: A Journey with Aparna Sen)। প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি ছবিটির বিশেষ স্ক্রিনিং হয়ে গেল দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে। 

৮২ মিনিটের এই তথ্যচিত্রে অপর্ণার পরিচালনার বিভিন্ন খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন তাঁর কাছের মানুষ কল্যাণ রায়, শবানা আজ়মি, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, কৌশিক সেন, রাহুল বসু, সোহাগ সেন, সুদেষ্ণা রায় এবং অপর্ণার দুই কন্যা কমলিনী চট্টোপাধ্যায় ও কঙ্কনা সেনশর্মা। এদের দৃষ্টিতে অপর্ণার কাজ এবং জীবনকে ধরার চেষ্টা করেছেন সুমন। অপর্ণার পরিচালিত বিভিন্ন ছবি যেমন ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘পরমা’, ‘সতী’, ‘পারমিতার একদিন’, ‘মিঃ এন্ড মিসেস আইয়ার’, ‘দ্য জাপানিজ় ওয়াইফ’, ‘গয়নার বাক্স’, ‘আরশিনগর’, ‘ঘরে বাইরে আজ’ ছবির পিছনের চিন্তাভাবনা নিয়ে রয়েছে দীর্ঘ আলোচনা যা দর্শককে সমৃদ্ধ করবে। কিছু ছবির শুটিং লোকেশনও গিয়েছেন সুমন এবং অপর্ণা। এছাড়াও রয়েছে পত্রিকা সম্পাদক এবং সমাজকর্মী হিসেবে অপর্ণার ভূমিকা প্রসঙ্গে তাঁর নিজের মতামত। 

আরও পড়ুন: বাস্তুচ্যুত প্রান্তজন, নর্মদা ‘পরিক্রমা’য় দেখালেন গৌতম

সুমনের তথ্যচিত্র প্রসঙ্গে অপর্ণা জানালেন, “আমি কখনও ভাবতে পারিনি আমি একটা ছবির বিষয় হতে পারি। সুমনের এই ভাবনাটা আমাকে অবাক করেছিল। এই ছবির জন্য আমার পুরোনো বেশ কিছু ছবির লোকেশনে রিভিজ়িট করতে হয়েছে। আমাকে নিয়ে ছবিতে এত মানুষের প্রতিক্রিয়া দেখে সত্যি ভালো লাগছে।” 

সুমনের ‘বসু পরিবার’ ছবির মুখ্য চরিত্রে ছিলেন অপর্ণা। সুমন জানালেন, “অপর্ণা বহুদিন ধরেই আমার ভালো বন্ধু। একজন অভিনেত্রী হিসেবে, পরিচালক হিসেবে তো বটেই, এছাড়াও তাঁর রাজনৈতিক সত্ত্বা, ব্যক্তি মানুষ হিসেবে তাঁর ব্যাপ্তি আমাকে ভাবিয়েছে। এরকম মানুষ তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই মনে হয়েছিল এই সবটাকে এক জায়গায় তুলে আনা দরকার।” 

আরও পড়ুন: মশলা ছবি নিজ গৌরবে হাজির

তবে এই কাজের ক্ষেত্রে সবথেকে কঠিন ছিল বন্ধু অপর্ণা ও কল্যাণ রায়ের সঙ্গে স্বাভাবিক আড্ডার লোভকে এক-দেড় বছরের জন্য তুলে রাখা, জানালেন সুমন।

বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন শিল্প সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট মানুষ। ছিলেন কল্যাণ, তনুশ্রী শঙ্কর, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, রজতাভ দত্ত ও সাবর্ণী দাস।

৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’।

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *