ঋতুপর্ণকে শ্রদ্ধার্ঘ্য, মুক্তি পেতে চলেছে ‘সিজ়নস গ্রিটিংস’
RBN Web Desk: তাঁর মৃত্যুর পর কেটে গেছে সাত বছর। তবুও বাঙালি জীবনে ঋতুপর্ণ ঘোষের প্রভাব ক্ষীণ হয়নি এতটুকু। তাঁকে ভেবে এখনও লেখা হয় গল্প, কবিতা এমনকি ছবির কাহিনীও। ঋতুপর্ণকে শ্রদ্ধা জানিয়ে পরিচালক রামকমল মুখোপাধ্যায় তৈরি করেছেন ‘সিজ়নস গ্রিটিংস’। ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন লিলেট দুবে, সেলিনা জেটলি, আজ়হার খান ও শ্রী ঘটক।
এক মা ও মেয়ের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘সিজ়নস গ্রিটিংস’। মা সুচিত্রার চরিত্রে রয়েছেন লিলেট ও মেয়ে রমিতার ভূমিকায় দেখা যাবে সেলিনাকে। রমিতার বিশেষ বন্ধুর চরিত্রে থাকছেন আজ়হার। সুচিত্রার বাড়ির পরিচারিকা চপলার ভূমিকায় রয়েছেন শ্রী।
“‘সিজ়নস গ্রিটিংস’-এ একেবারে অন্যভাবে ঋতুদাকে শ্রদ্ধা জানাতে চেয়েছি,” রেডিওবাংলানেট-কে জানালেন রামকমল। “ছবিতে একটা স্বতন্ত্র গল্প থাকলেও বিভিন্ন দৃশ্য, চরিত্রদের নামকরণ, গান ও সম্পর্কের নানা আঙ্গিক ঋতুদার ছবিগুলোকে মনে করাবে।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
রামকমলের ছবিতে উঠে আসবে ঋতুপর্ণর ‘উনিশে এপ্রিল’, ‘দহন’, ‘উৎসব’, ‘রেনকোট’ ও ‘আরেকটি প্রেমের গল্প’ ও অন্যান্য ছবির স্মৃতি। এছাড়াও থাকবে প্রয়াত পরিচালকের জীবনদর্শন, ভাবনাচিন্তা ও বিশ্বাসের প্রতিফলন। “যাঁরা ঋতুপর্ণর ছবিগুলো দেখেছেন, ওঁর কাজের সঙ্গে পরিচিত, তাঁরা অনেক চেনা দৃশ্যপট পাবেন। অন্যদিকে যাঁরা সেভাবে ওঁর ছবির সঙ্গে পরিচিত নন, তাঁরাও এক মা ও মেয়ের সম্পর্কের গল্প খুঁজে পাবেন,” বললেন রামকমল।
ছবির এহেন নামকরণ কেন? “সিজ়ন মানে ঋতু, আর গ্রিটিংস হলো আহ্বান করা। তাই ঋতুকে নতুনভাবে আহ্বান জানানোর জন্যই আমরা ছবির নাম ‘সিজ়নস গ্রিটিংস’ রেখেছি,” জানালেন পরিচালক।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
‘দহন’ ছবির কাহিনীকার ছিলেন সুচিত্রা ভট্টাচার্য। সেই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত আভিনীত চরিত্রটির নাম ছিল রমিতা। এভাবেই ঋতুপর্ণর নানা স্মৃতিকে ছুঁয়ে যাবে ‘সিজ়নস গ্রিটিংস’।
করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী জারি হয়েছে লকডাউন। তাই তাঁর ছবির প্রচার প্রায় পুরোটাই বিঘ্নিত হয়েছে বলে জানালেন রামকমল। “ছবিটা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরেছে। কার্ডিফে ছবির প্রথম লুক প্রকাশ করেন অমিতাভ বচ্চন। ট্রেলার দেখে ওঁর ভালো লেগেছিল। দেশে মুক্তির আগে কলকাতা ও মুম্বইতে বড় করে প্রিমিয়র করার ইচ্ছা ছিল। তবে এখন সেটা আর সম্ভব নয়। ওয়েব মাধ্যম বলেই ছবিটা মুক্তি পাচ্ছে। প্রেক্ষাগৃহে মুক্তি পেলে কতদিন পিছিয়ে যেত জানি না,” বললেন পরিচালক।
বর্তমান পরিস্থিতিতে ওয়েব মাধ্যমে একের পর এক মুক্তি পাচ্ছে ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ়। গৃহবন্দী মানুষ প্রেক্ষাগৃহের পরিবর্তে ঘরে বসেই দেখছেন ছবি ও সিরিজ়। এমতাবস্থায় ৪৫ মিনিট দৈর্ঘ্যের ‘সিজ়নস গ্রিটিংস’ মানুষ দেখবেন বলেই আশা পরিচালকের।
‘সিজ়নস গ্রিটিংস’-এর সঙ্গীত পরিচালনা করেছেন শৈলেন্দ্র সায়ন্তী। গান গেয়েছেন জান কুমার শানু, সর্বানী মুখোপাধ্যায় ও সায়নী পালিত।
১৫ এপ্রিল জ়ি ফাইভে মুক্তি পেতে চলেছে ‘সিজ়নস গ্রিটিংস’।