রাগ রাগেশ্রী নির্ভর হবে ‘গুলদস্তা’র সঙ্গীত: সৌম্যঋত
RBN Web Desk: ‘অব্যক্ত’তে ছিল মিঞা মল্লারের ব্যবহার। আর অর্জুন দত্তর পরবর্তী ছবি ‘গুলদস্তা’ রাগ রাগেশ্রী নির্ভর হবে বলে জানালেন সঙ্গীত পরিচালক সৌম্যঋত নাগ। অর্জুনের ‘অব্যক্ত’রও সঙ্গীতের দায়িত্বে ছিলেন সৌম্যঋত।
“‘অব্যক্ত’তে বেশি গান ব্যবহার করা হয়নি,” রেডিওবাংলানেট-কে জানালেন সৌম্যঋত। “রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাঁদালে তুমি মোরে’ গানটি ছাড়া গোটা ছবিটাই ছিল মিঞা মল্লার রাগ নির্ভর। অর্জুন ছবিতে অত্যাধিক গান পছন্দ করে না।”
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শাওনির কণ্ঠে ‘গুলদস্তা’র ‘রং রসিয়া’ গানটি। “অর্জুন একটা রাজস্থানী লোকসঙ্গীতের ছোঁওয়া চেয়েছিল। বাংলা ছবিতে এ ধরণের গান বোধহয় এই প্রথম,” বললেন সৌম্যঋত। এছাড়া ‘গুলদস্তা’ বলে আরও একটি গান থাকবে ছবিতে।
আরও পড়ুন: দ্রৌপদীর ট্যাটুকে কটাক্ষ ‘ভীষ্ম’ মুকেশের
“‘গুলদস্তা’র পুরো মিউজ়িক অ্যালবামটাই সম্পূর্ণভাবে সরগমের ওপর দাঁড়িয়ে। তিনজন মহিলার গল্প ‘গুলদস্তা’। সরগমের সুর সেই গল্পটা বলতে আরও বেশি সাহায্য করবে বলেই আমার মনে হয়,” বললেন সৌম্যঋত।
‘গুলদস্তা’য় তিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন ঈশান মজুমদার, অনুভব কাঞ্জিলাল, অনুরাধা মুখোপাধ্যায় ও অভিজিৎ গুহ।
বর্তমানে লকডাউনের কারণে বহু ছবির পাশাপাশি পিছিয়ে গেছে ‘গুলদস্তা’র মুক্তিও। অর্জুনের পরের ছবি ‘শ্রীমতি’র সঙ্গীত পরিচালনাও করছেন তিনি। সেই কাজই এখন বাড়িতে বসে করছেন সৌম্যঋত।