এবার ক্ষমতার বিরুদ্ধে প্রতিভার লড়াই, দাবি পরিচালকের
RBN Web Desk: “আর পাঁচটা রিয়্যালিটি শো-এর থেকে ডান্স ডান্স জুনিয়র একেবারেই আলাদা কারণ এটা ক্ষমতার বিরুদ্ধে প্রতিভার লড়াই।” এমনটাই দাবি করলেন এই শোয়ের পরিচালক শুভঙ্কর চক্রবর্তী। ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ এর দ্বিতীয় সিজ়ন। সেখানেই একেবারে নতুন লুকে ধরা দিতে চলেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। এই সিজ়নে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিচারক হিসাবে থাকছেন থাকছেন দেব ও মনামী। প্রথম সিজ়নে মিঠুনের সঙ্গে বিচারকের আসনে ছিলেন সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সম্প্রতি এক ভার্চুয়াল আড্ডায় সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভঙ্কর, দেব ও মনামী।
বাবার ব্যবসার সূত্র ধরেই মুম্বই ফিল্ম জগতের সঙ্গে দেবের পরিচিতি। “ছোটবেলায় খুব কাছ থেকে মিঠুনদাকে দেখার সুযোগ হয়েছিল,” জানালেন দেব। “তবে এবার একসঙ্গে কাজ করার অনুভূতি একেবারেই আলাদা। অভিনয় জগতে আসার অনেক আগে থেকেই আমরা পরিচিত। এই শো-এ মিঠুনদা আছেন বলেই আমি রাজি হয়েছি।”
আরও পড়ুন: হার মানছে করোনা, ভিড় নন্দনে
মিঠুনের শারীরিক পরিস্থিতির কথা জানতে চাওয়া হলে দেব জানান, “তাঁর অসুস্থতা নিয়ে একটা গুজব রটেছিল কিন্তু তিনি এখন একদম সুস্থ আছেন।”
ছোট থেকেই নাচ ভালোবাসেন মনামী। ধারাবাহিকের পরিচিত মুখ হলেও কোনও না কোনওভাবে নাচের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি, তা সে নিজের পাড়াতেই হোক বা টেলিভিশনের পর্দায়। “যেহেতু নিজেও নাচ করি তাই মঞ্চের পিছনের কর্মকাণ্ড, সাজগোজ, শেষ মুহুর্তের প্রস্তুতি এইসব অধ্যায়গুলো আমার খুব কাছের। নাচের পাশাপাশি এই বিষয়গুলোও আমার খুব ভালো লাগে,” জানালেন তিনি।
শুভঙ্কর জানালেন, “রিয়্যালিটি শো মানেই সেখানে প্রত্যেকবার কিছু নতুনত্ব থাকে। সেটা এবারও আছে। তবে এবার একটা গল্প আছে আর সেটাই এই সিজ়নের চমক। কোভিড পরিস্থিতির মধ্যে সমস্ত বিধিনিষেধ মেনে প্রায় চারমাস ধরে প্রশিক্ষণ দিয়ে প্রতিযোগিদের তৈরি করা হয়েছে।”
দুই রাউন্ড বাছাই পর্বের পর ৩৩জন প্রতিযোগি নিয়ে শুরু হবে ‘ডান্স ডান্স জুনিয়র’। ১৬ জানুয়ারি থেকে স্টার জলসায় দেখা যাবে এই রিয়্যালিটি শো।