পৈতে, গেরুয়া বসনে নতুন লুকে রুক্মিণী
RBN Web Desk: কানাঘুষো চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার সব জল্পনায় শিলমোহর লাগালেন খোদ পরিচালক। রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবিতে নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে চলেছেন রুক্মিণী মৈত্র। ছবির নাম ‘বিনোদিনী—একটি নটির উপাখ্যান’। এটিই রামকমলের প্রথম বাংলা ছবি। বিনোদিনীর চরিত্রে এর আগে অনেকেই অভিনয় করেছেন। মঞ্চে যখন নারীরা পুরুষ সেজে অভিনয় করতেন, সেই সময় গিরিশচন্দ্র ঘোষের পরিচালনায় ‘শ্রী চৈতন্য লীলা’তে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন বিনোদিনী।
আজ প্রথম সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী চৈতন্যবেশে নিজের লুক প্রকাশ্যে আনেন। গায়ে গেরুয়া বসন, কাঁধ বেয়ে নেমে এসেছে ঢেউ খেলানো লম্বা চুল। দু’হাত মাথার উপর তুলে গলায় পৈতে পরিহিত রুক্মিণীর ছবি দেখে চমকে উঠেছেন অনেকেই।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
“আমি বহুদিন ধরেই বাংলায় নটি বিনোদিনী দাসীর উপর কাজ করতে চেয়েছি,” সংবাদমাধ্যমকে জানালেন রামকমল। “প্রায় দু’বছর ধরে বিভিন্নরকমভাবে চেষ্টা করছিলাম। আর এই দু’বছর আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে রুক্মিণী। তাই আমি মনস্থির করেছিলাম বিনোদিনী দাসীকে নিয়ে যদি ছবি করি, সেই চরিত্রে একমাত্র রুক্মিণীই কাজ করবে।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
নতুন ছবি নিয়ে সমান উত্তেজিত পর্দার বিনোদিনীও। “আমি পরিচালককে কোনওদিন কোনও প্রশ্ন করিনি। যবে থেকে চিন্তাভাবনা শুরু হয়েছে, আমি জানতাম রামকমল বিনোদিনীকে একদম অন্যভাবে পর্দায় আনবে। বিনোদিনীর চরিত্রে অভিনয় একইসঙ্গে কঠিন এবং চ্যালেঞ্জের। আমি বেশ কিছু বই পড়েছি এবং কাজটি করার জন্য প্রশিক্ষণও নিয়েছি,” বললেন রুক্মিণী।
পয়লা বৈশাখ নাগাদ মুক্তি পেতে পারে ‘বিনোদিনী—একটি নটির উপাখ্যান’।