‘দুজনে’ এই প্রথম
RBN Web Desk: এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ে একসঙ্গে কাজ করতে চলেছেন সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর আগে ‘অমানুষ’, ‘পিয়া রে’, ‘শুধু তোমারই জন্য’, ‘হুল্লোড়’ ও ‘গুগলি’র মতো ছবিতে কাজ করেছেন তাঁরা। সোহম-শ্রাবন্তী অভিনীত এই সিরিজ়টির নাম ‘দুজনে’।
প্রথমে এই সিরজ়টির নাম রাখা হয়েছিল ‘ইনটিউশন’। থ্রিলারভিত্তিক এই সিরিজ়ে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে সোহম ও শ্রাবন্তীকে। তাঁদের অভিনীত চরিত্রের নাম অমর ও অহনা। দুজনে মিলে এমন এক ভয়ানক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়বে যাকে কেন্দ্র করেই সিরিজ়ের গল্প এগোবে।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
প্রথমবার ওয়েব সিরিজ়ে কাজ করা নিয় উচ্ছ্বসিত শ্রাবন্তী। সংবাদমাধ্যমকে জানালেন, “প্রথমবার এই মাধ্যমে কাজ করছি। ‘দুজনে’ যে শুধুমাত্র একটি টানটান থ্রিলার তাই নয়, পাশাপাশি একটা গভীর প্রেমের কাহিনীও মিশে রয়েছে প্রতি পরতে।”
সোহমের গলাতেও একই উচ্ছাস ধরা পড়ল। বলেন, “আমারও এটা প্রথম ওয়েব সিরিজ়। আবারও শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি, প্রতিবারের মতো এবারও আমাদের এই নতুন প্রয়াসকে দর্শকরা আপন করে নেবেন।”
‘দুজনে’র শুটিং শুরু হয়েছে। শীঘ্রই হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজ়টি।