অপেক্ষার অবসান, দেখা হবে শ্রীময়ী-রোহিতের
RBN Web Desk: অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। বিলেতের মাটিতে শ্রীময়ীর সঙ্গে দেখা হবে তার পুরোনো প্রেমিক রোহিত সেনের। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রানী হালদার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক, চিত্রা সেন ও ঊষসী চক্রবর্তী।
প্রযোজনা সংস্থা সূত্রের খবর, এপ্রিলের শুরুতেই বিলেতে শুটিং করতে যাবে টিম ‘শ্রীময়ী’। সেখানেই শ্রীময়ীর সঙ্গে দেখা হবে রোহিতের। বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিকে রোহিতের নাম শোনা যাচ্ছে। ‘শ্রীময়ী’র গল্প যে ভাবে এগিয়েছে, তাতে বিলেতের প্রেক্ষাপটেই এগোবে এই ধারাবাহিকের পরবর্তী অংশ।
আরও পড়ুন: স্মার্টফোনেই পূর্ণ দৈর্ঘ্যের ছবি, মুক্তির অপেক্ষায় ‘চরৈবেতি’
হিন্দী ধারাবাহিক বিদেশে শুটিং হলেও, বাংলায় তেমন কোনও উল্লেখযোগ্য উদাহরণ নেই। সেক্ষেত্রে ‘শ্রীময়ী’কে ব্যতিক্রম বলাই যায়।
তবে শ্রীময়ী রোহিতের কাছে ফিরে আসবে কী না, সেটা এখনই বলা যাচ্ছে না।