বুসানে সত্যজিৎ রায়ের ‘তারিণীখুড়ো’
RBN Web Desk: বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে অনন্ত মহাদেবনের ছবি ‘দ্য স্টোরিটেলার’। সত্যজিৎ রায়ের লেখা ‘গল্পবলিয়ে তারিণীখুড়ো’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে তারিণীখুড়োর চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা পরেশ রাওয়াল।
এপ্রিলে কলকাতার লেক মার্কেট অঞ্চলে শুটিং করেছিলেন পরেশ। একমুখ পাকা দাড়ি, কালো মোটা ফ্রেমের চশমা আর মেরুন রঙের পাঞ্জাবিতে তাঁকে প্রায় চেনা যাচ্ছিল না। প্রযোজনা সংস্থা ও পুলিশ-প্রশাসন শুটিং সম্পর্কে চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করলেও, তাঁকে চিনতে পেরে মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবি।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
‘দ্য স্টোরিটেলার’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও রেবতী।
২০১৮ সালে এই ছবি ঘোষণা করেছিলেন অনন্ত। বিভিন্ন কারণে ছবির কাজ শুরু হতে দেরি হয়। মাঝের দু’বছর করোনা অতিমারীর কারণে পিছিয়ে যায় ছবির শুটিং।
বুসানে ‘দ্য স্টোরিটেলার’-এর প্রিমিয়র হতে চলেছে বলে জানিয়েছেন অনন্ত।