নটি বিনোদিনীর চরিত্রে রুক্মিণী?
RBN Web Desk: সবকিছু ঠিকঠাক থাকলে নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে পারেন রুক্মিণী মৈত্র। শোনা যাচ্ছে এই চরিত্রে কাজ করার জন্য প্রস্তাবও গেছে তাঁর কাছে। চিত্রনাট্যও নাকি পাঠানো হয়েছে তাঁকে। রুক্মিণীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো ‘কিশমিশ’।
তবে সূত্রের খবর, ছবির নাম এখনও স্থির না হলেও নটি বিনোদিনীর ভূমিকায় যে রুক্মিণীকেই দেখা যাবে, তা একপ্রকার নিশ্চিত। ছবিটি পরিচালনার দায়িত্বে থাকবেন রামকমল মুখোপাধ্যায়। উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ অবলম্বনে দক্ষিণী ছবি ‘১৭৭০’-এর অন্যতম মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন রামকমল। ‘১৭৭০’ পরিচালনার দায়িত্বে রয়েছেন অশ্বিন গঙ্গারাজু।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
নটি বিনোদিনীকে নিয়ে ছবির কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। একটি বিশেষ চরিত্রে কাজ করার জন্য শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে প্রস্তাব গেছে বলে টালিগঞ্জ সূত্রের খবর। খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্তও থাকতে পারেন এই ছবিতে।