ইন্দ্রদীপের ছবিতে ডোমের চরিত্রে যিশু
RBN Web Desk: এবার এক ডোমের চরিত্রে অভিনয় করতে চলেছেন যিশু সেনগুপ্ত। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরবর্তী ছবিতে এই চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘সৎকার’। মূলত শ্মশানে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। এই শহরের বিভিন্ন প্রান্তে থাকা শ্মশানের ডোম সম্প্রদায়, ব্রাহ্মণ, কাপড় বিক্রি করতে আসা ব্যবসায়ী, দাহকার্য সম্পন্ন করতে আসা পরিবার এবং আশপাশে গড়ে ওঠা পতিতাপল্লীর কাহিনীই উঠে আসবে ইন্দ্রনীলের ছবিতে।
‘কেদারা’ ও ‘বিসমিল্লাহ’র পর একদম অন্য ধরণের গল্প বেছেছেন ইন্দ্রদীপ। ছবির কাহিনীকারও তিনি। ছোটবেলায় কালীঘাটের এক বন্ধুর বাড়িতে পড়তে যেতেন ইন্দ্রদীপ। কাছেই শ্মশান। ক্লাসের পর সেই শ্মশানের কাছাকাছি এক জায়গায় আড্ডা দিতেন ইন্দ্রদীপ ও তাঁর বন্ধুরা। জীবনে প্রথম ধূমপানও সেখানেই। পরবর্তীকালে কাজের সূত্রে বেশ কয়েকবার গেছেন ওই এলাকায়। ওই জায়গার মানুষদের খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেই সব অভিজ্ঞতা থেকেই ছবির কাহিনী লিখেছেন ইন্দ্রদীপ।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
শ্মশানে সৎকারের অধিকার কেবলমাত্র ডোমদের। বংশ পরম্পরায় এই কাজ তাঁরা করে থাকেন। এছাড়া ডোম এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেকার রাজনীতিও উঠে আসবে ইন্দ্রদীপের ছবিতে। ভিন্নধর্মী অনেকগুলি চরিত্র এঁকেছেন পরিচালক। এক পতিতার চরিত্রে থাকছেন অরুণিমা ঘোষ। অন্যান্য চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। ছবির কাস্টিং এখনও সম্পূর্ণ হয়নি। তবে অরুণিমা ছাড়া আরও একটি বলিষ্ঠ নারীচরিত্র থাকবে বলে জানিয়েছেন পরিচালক।
ফেব্রুয়ারি বা মার্চের শেষে শুরু হবে ছবির শুটিং। প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘সৎকার’কে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা রয়েছে ইন্দ্রদীপের।
ছবি: গার্গী মজুমদার