নববর্ষেই অকালবোধন, আবাহনে রেডিও
কলকাতা: এখন চারিদিকে তাকালেই দেখা যায় যৌথ পরিবারের দিগন্ত বিস্তৃত আকাশটা ভেঙে টুকরো হয়ে কিভাবে ছোট-ছোট ফ্ল্যাটের কার্পেট এরিয়াতে বন্দি হয়ে যাচ্ছে। শুধু যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে তা তো নয়, ক্ষয়ে যাচ্ছে মূল্যবোধও। উত্তর কলকাতার চৌধুরীবাড়ির গল্পটা অনেকটা তেমনই। একদিকে বাবা, মা, ভাই, বোন অন্যদিকে অভাব-অভিযোগ হাসিঠাট্টার সহাবস্থান, সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়ে থাকে। কিন্তু মুশকিল হলো ওই এলাকারই এক বাহুবলী প্রোমোটার ভবতোষের চৌধুরীবাড়ির ওপর চোখ পড়ে। বনেদি চৌধুরীবাড়ি ভেঙে সেখানে বহুতল গড়বে এমনই মনোবাঞ্ছা পোষণ করে সে।
এদিকে আশ্বিনের শারদপ্রাতে চৌধুরীবাড়িতে হঠাৎই ভাড়াটে হিসেবে থাকতে আসে এক দম্পতি রুদ্র ও শিবানী। রূপকথার গল্পের মতোই তাদের আবির্ভাব ঘটে চৌধুরী পরিবারে, যাদের কেন্দ্র করে এগোবে ‘রূপকথার রেডিও’ সিরিজ়টি। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই সিরিজ়ের কুশীলবরা।
আরও পড়ুন: জটায়ুর সাহস
লঙ্কার রাজা রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে দেবীর আশীর্বাদ প্রার্থনা করে আশ্বিনে অকালবোধন করেছিলেন রাম। কিন্তু এই ভরা বৈশাখে পরিচালক সায়ন দাশগুপ্ত কাদের উদ্ধার করতে এমন অকালবোধন ঘটালেন?
“যৌথ পরিবার, পুরনো বাড়ি, বাঙালির ঐতিহ্য এবং মূল্যবোধ বাঁচাতে,” বললেন সায়ন । “সবচেয়ে মজার বিষয় হলো, এখানে চৌধুরীবাড়িতে এসে হাজির হয়েছে স্বয়ং হর-পার্বতী। আর যে রেডিও মহালয়া শোনার জন্য বের করা হয়েছিল, সেই রেডিওই এখানে গল্পের সূত্রধর।”
আরও পড়ুন: ‘মনোহরা’য় পয়লা বৈশাখের জমজমাট তোড়জোড়
পয়লা বৈশাখ হালখাতা করতে এসে মিষ্টির বাক্স না নিয়ে অঞ্জলি দিতে যাওয়ার ব্যাপারে রুদ্র ওরফে লামা হালদার জানালেন, “সে একটা সময় ছিল বটে। দোকানে-দোকানে ঘুরে মিষ্টির বাক্স নিতে যাওয়ার আনন্দ। তবে পুরানে যা লেখা আছে সেই অনুযায়ী এই সময়ে দেবতারা জেগে থাকেন। সেই কারণেই এই সময় বাসন্তী পুজো হয়। সেও তো দুর্গাপূজাই হলো। আর বাঙালির কিছু একটা উৎসব হলেই হলো। তবে আমরা যেভাবে শিব ঠাকুরকে দেখে অভ্যস্ত, এই সিরিজ়ে সেভাবে রুদ্রকে দেখানো হয়নি। সাধারণ আর পাঁচটা মানুষের মধ্যেই যে ঈশ্বর বিরাজ করেন, সেটাই আমরা দেখিয়েছি।”
সায়নের দাবি, “এই সিরিজ়ে রেডিওর বিরাট বড় ভূমিকা রয়েছে কারণ ভবতোষ অসামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকলেও সে নিজে সুরে কেটে কথা বলে।”
ভবতোষের ভূমিকায় রয়েছেন বিশ্বনাথ বসু ও শিবানীর চরিত্রে রয়েছেন সুজাতা দাঁ। সিরিজ়ে থাকছে লালনের ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান, তবে পুরোটাই নতুন মোড়কে। সঙ্গীতের দায়িত্ব সামলেছেন দেবদীপ বণিক।
আগামীকাল থেকে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘রূপকথার রেডিও’।