‘মনোহরা’য় পয়লা বৈশাখের জমজমাট তোড়জোড়

RBN Web Desk: রাত পোহালেই বাঙালির নতুন বছর। আবারও এক নতুন সূর্যের উদয়। এক নতুন আগামীর শুভকামনা নিয়ে ১৪২৮-এর পথচলা শুরু হবে। বাঙালির নববর্ষ মানেই পয়লা বৈশাখের হালখাতা। ব্যবসায়ী বাঙালির কাছে এই দিনের এক আলাদা গুরুত্ব। আলাদা নয় ‘মিঠাই’-এর মোদক পরিবারও। নতুন বছরের আনন্দের তোড়জোড়ে ব্যস্ত ‘মনোহরা’। কিন্তু এরই মাঝে কোথাও যেন উঁকি দিচ্ছে গণ্ডগোলের আশঙ্কা। নির্ধারিত মিষ্টির অর্ডার তৈরির কাজ শেষ করার আগেই দোকানের কর্মীরা কাজ ছেড়ে দেয়। মিঠাই কি পারবে তার পরিবারের সম্মান রক্ষা করতে? এত বছরের প্রসিদ্ধ মিষ্টির দোকানের ভবিষ্যৎ কি তাহলে মিঠাইয়ের হাতে?

নববর্ষ উপলক্ষে আয়োজিত এই অভিনব পর্ব দেখা যাবে ‘মিঠাই’ ধারাবাহিকে। নতুন বছরের আনন্দে মেতে উঠবে মিঠাই, রিমলি, অপু। থাকবে আরও নানারকম চমক। ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু। ধারাবাহিকের মনোহরা পরিবারের গম্ভীর, মেজাজী ছেলে সিদ্ধার্থ ওরফে সিডের ভূমিকায় দেখা যাচ্ছে বড়পর্দার পরিচিত মুখ আদৃত রায়কে। এছাড়া রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, কৌশিক চক্রবর্তী, লোপামুদ্রা সিংহ, অর্পিতা মুখোপাধ্যায় এবং দিয়া মুখোপাধ্যায়।

আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্যে ‘না’, রাজ কাপুরকে ফিরিয়ে দিয়েছিলেন পদ্মিনী

মিষ্টি তৈরির ব্যবসা থাকলেও সেই পরিবারের ছেলে সিদ্ধার্থ একদমই মিষ্টি পছন্দ করে না। তার স্বভাবও বড্ড রুক্ষ। অন্যদিকে প্রাণোচ্ছল মিঠাই সংকল্প করে, সিদ্ধার্থর মন মিষ্টত্বে ভরিয়ে তুলবে। শুরু হয় ‘মিঠাই’ এর যাত্রা।




বর্তমানে ধারাবাহিকের মাধ্যমে নায়িকাদের বিশেষ গুণের প্রাধান্য বেড়েছে। বধির হয়েও প্লেনের চালক হওয়ার স্বপ্ন পূরণ করেছে ‘তিতলি’, পাল্লা দিয়ে পুরুষদের সঙ্গে মিলে ঢাক বাজিয়েছে ‘যমুনা ঢাকি’। এবার মহিলা মিষ্টি বিক্রেতার ভূমিকায় ‘মিঠাই’। রাজেন্দ্রপ্রসাদ দাস পরিচালিত এই ধারাবাহিক ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে।

আগামীকাল পয়লা বৈশাখ উপলক্ষে রাত ৮ টায় জ়ি বাংলায় সম্প্রচারিত হবে ‘মিঠাই’-এর দু’ঘন্টাব্যাপী বিশেষ পর্ব ‘বৈশাখী হালখাতা’। 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *