পয়লা বৈশাখে শান্তুর বাড়িতে গঙ্গারাম ও টায়রা, দেখে নিন ছবি
RBN Web Desk: ‘গঙ্গারাম’ এবং ‘খেলাঘর’, এই দুই জমজমাট ধারাবাহিকের জবরদস্ত চরিত্ররা এবার এক ছাদের তলায়। আগামীকাল, পয়লা বৈশাখে উপলক্ষ্যে গঙ্গারাম এবং টায়রা পৌঁছে যাবে শান্তুর বাড়িতে। অতিথি আপ্যায়নে কোনও ত্রুটি যাতে না থাকে সেই ব্যবস্থা করে শান্তু এবং পূর্ণা। নববর্ষের আনন্দে আত্মহারা দুই জুটি মেতে ওঠে ভরপুর উল্লাসে। গঙ্গারামের প্রাণ জুড়ানো পারফরম্যান্স ভালো লাগে শান্তুর। শহুরে বড়লোক বাড়ির মেয়ে টায়রাও সহজেই মিশে যায় পূর্ণার সঙ্গে। তবে কি এর মধ্যে দিয়েই নতুন এই দুই জুটির মধ্যে সম্পর্কের কোনও সমীকরণ আসতে চলেছে?
‘গঙ্গারাম’ ধারাবাহিকের মুখ্য চরিত্র গঙ্গারাম এবং টায়রার ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বসু এবং সোহিনী গুহ রায়। গ্রামের গানপাগল ছেলে গঙ্গারাম সত্যই একজন সৎপাত্র। কিন্তু শহরের ধনী পরিবারের টায়রা কিছুতেই স্বামী হিসেবে তাকে গ্রহণ করতে পারে না। তবে যত দিন যায় একটু-একটু করে গঙ্গারামকে বুঝতে শুরু করে টায়রা।
আরও পড়ুন: অভিনয়ে ফিরে নিজের ছেলের গ্র্যানির চরিত্রে জয়া
অন্যদিকে বড়লোক বাড়ির মেয়ে পূর্ণার জীবনে আচমকাই আসে স্থানীয় রাজনৈতিক নেতা শান্তু। কিছু একটা প্রমাণ করার তাগিদেই সে পূর্ণাকে বিয়ে করে। শান্তুর এভাবে হঠাৎ গ্যাংস্টার হয়ে ওঠার কারণ খুঁজতে থাকে পূর্ণা। কোথাও যেন অভিমানের মেঘ গলতে থাকে একটু-একটু করে। ‘খেলাঘর’-এ শান্তু ও পূর্ণার চরিত্রে অভিনয় করছেন সইদ আরেফিন এবং স্বীকৃতি মজুমদার।
আগামীকাল স্টার জলসায় রাত ৯.৩০ থেকে সম্প্রচারিত হবে একঘন্টার বিশেষ পর্ব ‘নববর্ষে মহামিলন’।