কমেডিতেই ভরসা রাখছে ‘Wরং মিলান্তি’
RBN Web Desk: বর্তমানে থ্রিলার ও ভৌতিক ঘরানার দাপটে কমেডি ছবি বা সিরিজ় চোখে পড়ে না। কমেডির নামে আজকাল যা চলে, তা হয় ভাঁড়ামো, নয় তো সস্তা রসিকতা। এই ছক ভেঙে একটি নির্মল হাসির কাহিনি নিয়ে নতুন সিরিজ় ‘Wরং মিলান্তি’ আনছেন পরিচালক শুভাঞ্জন বসু।
সিরিজ়ের নায়ক সূর্য শিলিগুড়িবাসী সাধারণ চাকুরিজীবি ছেলে। কিন্তু বিবাহযোগ্যা পাত্রী যেন তার কপালেই নেই। তার বন্ধু শাওন নানা কায়দা করে এখন অবধি সূর্যের সাতষট্টিটি বিয়ে ভেস্তে দিয়েছে। শাওন চায় না দুই বন্ধুর অবিবাহিত জীবন শেষ হয়ে যাক। এতগুলো সম্বন্ধ ভাঙার পর আপাতত সূর্যর দাবি, পাত্রী জীবিত হলেই চলবে।
আরও পড়ুন: পাল্প ফিকশন লেখক শ্রীস্বপনকুমারের ভূমিকায় পরাণ
এদিকে কার্শিয়ংয়ের জাঁদরেল পুলিশ অফিসার কর্নেল সেনগুপ্ত কলকাতায় পড়তে যাওয়া তার বড়মেয়ে হিয়াকে ফিরিয়ে এনেছেন বিয়ে দেবেন বলে। হিয়ার বিয়ের বিন্দুমাত্র ইচ্ছে না থাকায় সে একের পর এক ছেলেকে বাদ দিয়ে চলেছে। অবশেষে সূর্য ও হিয়ার পাকা দেখা ঠিক হয়। হিয়ার বিয়েতে অনীহা, এদিকে শাওন বিয়ে ভাঙার উপায় খুঁজছে। ইতিমধ্যে সূর্য আবার হিয়ার বোন ঝিলিকের প্রেমে পড়ে যায়। কিন্তু ঝিলিক পাত্রী নয় শুনে সে তৎক্ষণাৎ দিবাস্বপ্নের রাজকন্যাকে বদলে ফেলে।
সবুজ ও দুর্বার
এই বিয়ে ভাঙতে গিয়ে শাওন হিয়ার সঙ্গে একান্তে কথা বলতে গিয়ে বিয়ের জন্য বেশ কিছু শর্ত চাপায়। সূর্য ভেবেছিল এই বিয়েটাও বুঝি গেল। কিন্তু হিয়া সবাইকে অবাক করে দিয়ে শাওনের শর্তে রাজি হয়ে যায়। কারণ শর্তগুলো হিয়াকে জীবন উপভোগ করারই সুযোগ দিচ্ছিল। এদিকে শাওন হিয়ার প্রেমে পড়ে। দু’নৌকয় পা দিয়ে বিভ্রান্ত হয় শাওন। বন্ধু বাঁচাবে, নাকি প্রেম? তাছাড়া জাঁদরেল কর্নেলের ভয়ও আছে। মূল প্রশ্ন থেকেই যায়, সূর্যের বিয়েটা আদৌ হবে কি? এমনই এক প্যাঁচালো কাহিনি নিয়েই সব বয়সের জন্য নতুন সিরিজ় ‘Wরং মিলান্তি’ আনছেন শুভাঞ্জন।
সিরিজ়ের কাহিনিকার ও চিত্রনাট্যকারও শুভাঞ্জন। সূর্যের ভূমিকায় অভিনয় করবনে দুর্বার শর্মা এবং হিয়ার চরিত্রে থাকবেন পিয়া দেবনাথ। বন্ধু শাওনের ভূমিকায় দেখা যাবে সবুজ বর্ধনকে এবং হিয়ার বোন ঝিলিকের ভূমিকায় থাকবেন দিশা ভট্টাচার্য। কর্নেল সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করবেন সন্দীপ ভট্টাচার্য।
আরও পড়ুন: জুটি বাঁধছেন ক্যাটরিনা-দীপিকা
প্রথম সিরিজ় হিসেবে কমেডিতেই ভরসা রাখতে চান শুভাঞ্জন। উত্তরবঙ্গে জন্ম ও বেড়ে ওঠায় শিলিগুড়ি, কার্শিয়ং ও জলপাইগুড়িকে ‘Wরং মিলান্তি’র পটভূমি হিসেবে বেছেছেন তিনি। শুভাঞ্জন জানালেন, “বাঙালির একসময়ের হারিয়ে যাওয়া সিনেমার গল্প—যেখানে হাসি, মজা, আনন্দ ভরপুর ছিল—যেমন ‘গল্প হলেও সত্যি’, ‘মৌচাক’ বা ‘বসন্ত বিলাপ’-এর মতো ছবি, সেটাই কিছুটা হলেও ফিরিয়ে আনতে চাই। তরুণ মজুমদার বা তপন সিংহের ছবি আমরা এখনও মিস করি। সেরকম আমেজের গল্প যদি ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টাই করেছি।”
সিরিজ়ের চিত্রগ্রহণ করেছেন ঋতম ঘোষাল, সম্পাদনার দায়িত্বে রয়েছেন পীযূষ ঘোষ। আবহসঙ্গীত পরিচালনা করেছেন প্রাঞ্জল দাস। সিরিজ়ের সৃজনশীল পরিচালক জয়দীপ বন্দোপাধ্যায়।
এ মাসেই ক্লিক ওটিটিতে মুক্তি পাবে ‘Wরং মিলান্তি’।