জুটি বাঁধছেন ক্যাটরিনা-দীপিকা
RBN Web Desk: জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা কইফ ও দীপিকা পাড়ুকোন। ‘পাঠান ভার্সেস টাইগার’ ছবিতে দেখা যাবে এই দুই নায়িকাকে। ছবির পরিচালকও চূড়ান্ত করে ফেলেছে প্রযোজনা সংস্থা। ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতেই থাকবে পরিচালনার দায়িত্ব।
এ বছর মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ বিশ্বজুড়ে বক্স অফিসে ₹১,১০০ কোটি টাকার ব্যবসা করেছে। ভারতে সর্বকালের অন্যতম সফল ছবির তকমা পেয়েছে সিদ্ধার্থ পরিচালিত ‘পাঠান’। ওদিকে আবার ‘পাঠান’-এর মতো ‘টাইগার ৩’ ছবিতেও থাকছেন শাহরুখ খান ও সলমন খান। ‘পাঠান’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। এবার ‘টাইগার ৩’-এ সেরকমই একটি চরিত্রে থাকছেন শাহরুখ।
আরও পড়ুন: পাল্প ফিকশন লেখক শ্রীস্বপনকুমারের ভূমিকায় পরাণ
‘পাঠান ভার্সেস টাইগার’-এ অ্যাকশন নায়িকা হিসবে জুটি বাঁধছেন ক্যাটরিনা ও দীপিকা। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির দু’টি ছবিতেই জ়োয়ার চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’-এ রুবিনার চরিত্রে ছিলেন দীপিকা। ‘পাঠান ভার্সেস টাইগার’-এ নিজেদের চরিত্রেই ফিরতে চলেছেন দুই নায়িকা।
জানুয়ারি থেকে শুরু হবে ‘পাঠান ভার্সেস টাইগার’-এর শুটিং।
ছবি: টাইমস অফ ইন্ডিয়া