রহস্য থ্রিলারে গৌরব, ঋত্বিকা

RBN Web Desk: বাংলা সাহিত্য হোক বা বিনোদন, থ্রিলারের বাজার রমরমা। সেই থ্রিলারের জগতেই যোগ হতে চলেছে একটি নতুন ওয়েব সিরিজ়। গতকাল মুক্তি পেল পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘অভিশপ্ত’ সিরিজ়ের ট্রেলার। এই সিরিজ়ের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, ঋত্বিকা সেন ও লাবণী সরকার।

‘অভিশপ্ত’-এর কাহিনি কী নিয়ে?

বহুদিন আগে অপর্ণার (ঋত্বিকা) এক বন্ধুর উধাও হয়ে যাওয়ার ঘটনা দিয়ে শুরু হয় কাহিনি। সেই ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ সময়। অপর্ণা যখন তার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে, তখন তার মনে হয়, সে বাড়িতে যেন কিছু গোলমাল রয়েছে। সে বাড়ির সবকিছুই খুব রহস্যময় বলে মনে হয় তার। তবু চেষ্টা করেও সে রহস্যের শেকড় খুঁজে পায় না।

আরও পড়ুন: সৌরভের বায়োপিকে অভিনেতা চূড়ান্ত?

একদিন অপর্ণা জানতে পারে, তার শ্বশুরবাড়ির ওপর কিছু অভিশাপ রয়েছে। সেজন্য সেই বাড়ির সদস্যদের নানা অদ্ভুত রীতি পালন করতে হয়।

এরই মাঝে শহর থেকে আরও দুটি মেয়ে উধাও হয়ে যায়। এই দুই রহস্যের কিনারা নিয়েই ‘অভিশপ্ত’।
১৬ জুন থেকে আড্ডাটাইমস ওটিটিতে দেখা যাবে ‘অভিশপ্ত’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *