লিড রোল ছাড়া আগ্রহী নই: মনামী ঘোষ
RBN Wed Desk: লিড রোল ছাড়া টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে আগ্রহী নন, এমনটাই বললেন অভিনেত্রী মনামী ঘোষ। সম্প্রতি শুরু হওয়া ইরাবতীর চুপকথা ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।
সংবাদমাধ্যমকে মনামী জানালেন, তিনি কোনওদিনই সেকেন্ড লিড বা অন্য কোনও পার্শ্বচরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না। এরকম সিদ্ধান্ত অনেকেই নেন কিন্তু ধরে রাখতে পারেন না। শুরু থেকেই তিনি সংকল্প করেছিলেন যে প্রধান চরিত্র ছাড়া অভিনয় করবেন না। পার্শ্বচরিত্রে অভিনয় করার অনেক অফার এলেও তিনি সবাইকেই ‘না’ বলে দিয়েছেন। এর মধ্যে অনেক কাছের মানুষও আছেন। তবে তাঁরা বুঝতে পেরেছেন আর তাই তাঁকে জোর করেননি, দাবী মনামীর।
ফেলুদা হওয়ার কোনও প্রস্তাব এখনও পাইনি: যীশু সেনগুপ্ত
এর আগে পূণ্যিপুকুর ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মনামী। মে মাসে শেষ হয় এই ধারাবাহিক। মানামীর অভিনীত চরিত্রের নাম ছিল কাঁকন। দর্শক মহলে যথেষ্ট জনপ্রিয় হয় এই ধারাবাহিক।