ভয়ের ছবিতে দর্শনা, সৌরভ
RBN Web Desk: ভয় পেতে কে না ভালোবাসে? সিনেমা হোক বা টেলিভিশন, দুই হাতে মুখ ঢেকেও আঙুলের ফাঁক দিয়ে পর্দায় কী হচ্ছে তা দেখার লোভ সামলাতে পারেন না ভয়প্রেমীরা। সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত থাকে চিত্রগ্রহণ ও আবহের। এরকমই এক ভয়ের ছবি এবার আসতে চলেছে । প্রীতম মুখোপাধ্যায়ের পরিচালনায় দর্শকদের ভয় পাওয়াতে আসছে ‘রিষ’।
এই ছবির কাহিনীর কেন্দ্র রয়েছে আবির, মোহনা ও তাদের মেয়ে ফিওনা। ছোট্ট ফিওনার শরীরে এক অপদেবতা ভর করে। উদ্দেশ্য, ফিওনাসহ তার পরিবারকে ধ্বংস করে ফেলা। কেন অপদেবতার এই রোষ? তারই রহস্য উদঘাটন হবে পর্দায়। গোটা ছবি জুড়েই চলবে অশুভর সঙ্গে শুভর লড়াই এবং অপদেবতার হাত থেকে মুক্তির প্রচেষ্টা।
আরও পড়ুন: লক্ষ্মীলাভ এখনও অধরা, আশঙ্কাই সত্যি হলো?
‘রিষ’-এ আবিরের ভূমিকায় থাকছেন সৌরভ দাস। মোহনার চরিত্রে অভিনয় করবেন দর্শনা বণিক। ফিওনার চরিত্রে থাকছেন কিয়ানা মুখোপাধ্যায়। অন্যন্য চরিত্রে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ, রুমকি চট্টোপাধ্যায়, পিয়ালি মুখোপাধ্যায়, অমিতাভ চট্টোপাধ্যায় ও স্বাতী মুখোপাধ্যায়।
প্রীতম রেডিওবাংলানেট-কে জানালেন, “গত কয়েক বছরে ভয়ের ছবিতে যেভাবে কমেডি মিশে গিয়েছে, এখানে তা থাকছে না। এতে কেবলই আদি, অকৃত্রিম ভয়ের উপস্থিতি থাকবে। যেমনটা নব্বইয়ের দশকের গল্পে পাঠক পড়তেন, বা রামসে ব্রাদার্সের ছবিতে দেখা যেত। ‘রিষ’ সেরকমই ভয় ছড়াবে দর্শকের মনে।”
ছবিতে অপদেবতাকে দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে প্রস্থেটিক মেকআপ। এই মেকআপের দায়িত্বে রয়েছেন নিভাস পাল।
“এই প্রথম কোনও শিশু অভিনেতাকে দিয়ে স্টান্ট করানো হয়েছে, যা দর্শক প্রেক্ষাগৃহে দেখলে চমকে উঠবেন,” দাবি প্রীতমের।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
‘রিষ’-এর চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুদীপ দত্ত এবং আবহ নির্মাণ করেছেন তীর্থঙ্কর মজুমদার। এই ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন দেবারতি ভৌমিক। ছবিটি উপস্থাপনা করছেন রূপক চট্টোপাধ্যায়।
পয়লা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রিষ’।