“নুসরতকে পার্ট টাইম পুলিশ নিয়ে গপ্প দিচ্ছি”
কয়েকমাস আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রচার করতে গিয়ে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। দেখা হতে জিজ্ঞাসা করতেই বললেন, “এই তো দিব্যি ভালো আছি। মাঝে মধ্যে ওরকম একটু আধটু হয়েই থাকে।” শ্যুটিং চলছিল পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর আগামী ছবি ‘জয় কালী কলকত্তাওয়ালি’র। সেখানেই দেখা হয়ে গেল ছবির অন্যতম মুখ্য অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে। এই ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন নুসরত জাহান, সোমরাজ মাইতি, সুস্মিতা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুদীপ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, সুমিত সমাদ্দার, বুদ্ধদেব ভট্টাচার্য, পদ্মনাভ দাশগুপ্ত, শ্রীকান্ত মান্না ও সিলভিয়া দে।
শুটিং ফ্লোরে দুই বাংলাদেশি ব্যবসায়ীর হাত থেকে পালাতে উর্ধশ্বাসে দৌড়চ্ছেন দেখে খানিক থামানো গেল সোহমকে। করেছেনটা কী? এভাবে পালাচ্ছেন কেন?
“আরে ছবিতে তো আমি চোর,” রেডিওবাংলানেট-কে জানালেন সোহম। “আমার চরিত্রের নাম অনীশ। সুজয় (সোমরাজ), মিলি (সুস্মিতা) আর অনীশ তিন বন্ধু। তিনজনেই চোর। আসলে কোনও কাজ না পেয়ে চুরি করতে বাধ্য হয় তারা। তবে এরা ছোটখাটো চোর। প্ল্যান করে কিছু করে না। হাতের কাছে যা পায় তাই বেচে দিয়ে দিন চলে তাদের। এরা আসলে নিরীহ চোর। কারোর বড়সড় ক্ষতি করে না বা কাউকে আঘাত করা এদের স্বভাব নয়। চুরিটা এরা মজা করেই করে। অল্পে সন্তুষ্ট এই তিন বন্ধু একসঙ্গেই থাকে।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন নুসরত। এর আগে নুসরতের সঙ্গে ‘জামাই ৪২০’ ছবিতে অভিনয় করলেও একে অন্যের বিপরীতে কাজ করেননি। এই ছবিতেই প্রথম জুটি বাঁধছেন তাঁরা। কেমন লাগছে নুসরতের সঙ্গে কাজ করতে? “ভালো তো বটেই। তবে নুসরতের সঙ্গে খুব বেশি রোমান্টিক অ্যাঙ্গল আমার নেই। মানে ওদের প্রেমটা পুরোটাই মিথ্যের উত্তর চলে। রাকা, মানে নুসরতকে অনীশ তার পরিচয় দেয় পুলিশ বলে। এবার ও যখন জিজ্ঞাসা করে, তুমি পালাচ্ছ কেন, তুমি তো পুলিশ। তখন অনীশ ওকে গপ্প দেয় যে সে পার্ট টাইম পুলিশে কাজ করে। মানে তিনদিন আমি পুলিশ আর বাকি দিনগুলো অন্য কাজ করি। অনীশ বলে, পরে তোমাকে বুঝিয়ে বলব। এরকম অদ্ভুত সব ঘটনাই ঘটবে ছবিতে,” হাসতে-হাসতে উত্তর দিলেন সোহম।
এর আগে, ২০১৭ সালে পরিচালকদ্বয়ের ‘দেখ কেমন লাগে’ ছবিতে কাজ করেছিলেন সোহম। “সুদেষ্ণা আন্টি আর অভিজিৎদার সঙ্গে কাজ করতে বরাবারই ভালো লাগে। দুজন অসাধারণ মানুষ। এবারের শ্যুটিংয়ে দারুণ মজা হচ্ছে। শুটিং করছি বলে মনেও হচ্ছে না,” বললেন সোহম।
আগামী বছর মুক্তি পাবে ‘জয় কালী কলকত্তাওয়ালি’।
ছবি: প্রতিবেদক