কলকাতা চলচ্চিত্র উৎসবে জীবনানন্দ ব্রাত্য, লাবণ্যপ্রভা জয়া

RBN Web Desk: বড়পর্দায় আসতে চলেছে কবি জীবনানন্দ দাশকে কেন্দ্র করে ছবি ‘ঝরা পালক’। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে মুক্তি পেল ছবির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। উল্লেখ্য ‘ঝরা পালক’ জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ। ছবিতে জীবনানন্দের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে। কবিপত্নী লাবণ্যপ্রভার ভূমিকায় থাকছেন জয়া আহসান।

ভীষণভাবে অন্তর্মুখী হওয়ায় অর্ধেকের বেশি রচনা প্রকাশ্যে আনেননি জীবনানন্দ। জীবদ্দশায় তাঁর মাত্র সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তবে মৃ্ত্যুর পর ২১টি উপন্যাস এবং ১০৮টি ছোট গল্পের খোঁজ পাওয়া যায়। শোনা যায় বিবাহিত জীবনে সেভাবে সুখী ছিলেন না জীবনানন্দ। বহু সাহিত্য সমালোচকদের ধারণা তাঁর ‘মাল্যবান’-এর মাল্যবান এবং উৎপলার বৈবাহিক সম্পর্ক কবির নিজের জীবনের প্রতিকী। সায়ন্তনের এই ছবি মূলত ‘মাল্যবান’ অবলম্বনে তৈরি।

আরও পড়ুন: লক্ষ্মীলাভ এখনও অধরা, আশঙ্কাই সত্যি হলো?

সম্পূর্ণ ছবিটি হবে সাদাকালোয়। জীবনানন্দের ব্যক্তিগত জীবনকে ফুটিয়ে তুলতে সোমেন ও সুরঞ্জনা নামের দুটি চরিত্রের অবতারণা করেছেন সায়ন্তন। সোমেন এবং সুরঞ্জনা জীবনানন্দ ও লাবণ্যপ্রভার প্রতীকি রূপ। সুরঞ্জনা একজন অভিনেত্রী ও পরিচালক। সোমেনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিন্ন করে সে তার নতুন ছবি পরিচালনায় হাত দিয়েছে। তার এই ছবি জীবনানন্দকে ঘিরেই।



‘ঝরা পালক’-এ  ব্যক্তি জীবনানন্দের পাশাপাশি তাঁর কবিজীবনে ওঠাপরা, টানাপোড়েন, কবিতা নিয়ে ভাবনা, সমসাময়িক অন্যান্য কবি ও লেখকের সঙ্গে তাঁর সম্পর্ক, সবটাই ফুটে উঠবে। ট্রেলারে একঝলক নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিও লক্ষ্য করা গেল। ছবিতে জীবনানন্দের অল্পবয়সের চরিত্রে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। সজনীকান্ত দাশের চরিত্রে রয়েছেন দেবশংকর হালদার। বুদ্ধদেব বসুর ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, শ্রীলা মজুমদার, পদ্মনাভ দাশগুপ্ত, পবন কানোড়িয়া ও সুদীপ্ত চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সাত্যকী বন্দ্যোপাধ্যায়।

২০১৭-এর নভেম্বরে শুরু হয় ‘ঝরা পালক’-এর শুটিং। তারপর করোনা অতিমারী ও অন্যান্য কারণে পিছিয়ে যায় মুক্তি। তবে আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ঝরা পালক’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *