থিয়েটারে ইন্দ্রাশিস, দেবলীনা, সাহেব
RBN Web Desk: দেশি, বিদেশি বিভিন্ন ছবিতে নায়ক বা নায়িকাকে স্টান্ট করতে দেখে দর্শক অভ্যস্ত। বিশেষ করে অ্যাকশন ছবিতে স্টান্টশিল্পীদের চাহিদা আকাশছোঁয়া। শুধু ছবি বা টেলিভিশনই নয়, অনেক নাটকেও এই ধরণের স্টান্ট লক্ষ্য করা যায়। ওয়াকিবহাল দর্শকমাত্রই জানেন যে এই স্টান্ট আসল নায়ক-নায়িকারা নিজে করেন না। তাঁদের বদলে এই কাজ করার জন্য পেশাদার লোক থাকে, যাঁদের মুখের আদল আসল অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে মেলে। এই স্টান্ট যাঁরা করেন, তাঁদের মধ্যে অনেকেই এই ঝুঁকিপূর্ণ কাজটা শখে করেন না। করেন পেটের দায়ে।
স্টান্টশিল্পীরা তাঁদের কাজের জন্য কেবল টাকাই পান। পরিচিতি খুব একটা জোটে না। কালেভদ্রে কোনও ছবির পোস্টারে প্রায় না দেখতে পাওয়ার মতো হরফে তাঁদের নাম ছাপা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ছবি শেষ হওয়ার পরে আজস্র নামের ভিড়ে খুদে অক্ষরে তাঁদের নাম দেখা যায়।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
স্বভাবতই প্রশ্ন উঠে আসে, বাস্তবে স্টান্টশিল্পীদের জীবন কেমন? যাঁদের হয়ে তাঁরা অভিনয় করেন, তাঁদের সঙ্গেই বা এই শিল্পীদের সম্পর্ক কেমন? স্টুডিও এবং সেটের বাইরে এঁরা কেমন জীবন যাপন করেন? এই বিষয় নিয়েই বেহালা বাতায়ন নিয়ে আসছে তাদের নতুন নাটক ‘যদি একবার’।
এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য, দেবলীনা কুমার, ইন্দ্রাশিস রায়, প্রিয়াঙ্কা রতি পাল, কস্তুরী চক্রবর্তী ও রক্তিম গোস্বামী।
এক ঘন্টা পঞ্চাশ মিনিটের এই নাটকটি লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত। পরিচালনা করছেন নবকুমার বসু।
শীঘ্রই মঞ্চস্থ হতে চলেছে ‘যদি একবার’।