বাঙালি ক্রীড়াবিদের বায়োপিকে রণবীর?
RBN Web Desk: তাঁর অভিনীত ‘৮৩’ বক্স অফিসে তেমন সফলতা পায়নি। তবু ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন রণবীর সিং। এবারে সম্ভবত এক বাঙালি ক্রীড়াবিদের বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি।
কবীর খান পরিচালিত ‘৮৩’ মুক্তির আগে—এক সাক্ষাৎকারে—কোনও সাঁতারুর চরিত্রে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছিলেন রণবীর। এক বিখ্যাত সাঁতারুর বায়োপিকে কাজ করবেন, এমনও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাই মাসুদুর রহমান বৈদ্যের বায়োপিকে তাঁকে দেখা যেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: এবার রাজেশ খান্নার বায়োপিক
দশ বছর বয়সে দুর্ঘটনায় দুটি পা হারিয়েছিলেন মাসুদুর। তবে এই ঘটনার পর তিনি ভেঙে না পড়ে মনোবল বাড়িয়ে সাঁতার অনুশীলন করেছিলেন। সেই জোরেই পৃথিবার প্রথম বিশেষভাবে সক্ষম সাঁতারু হিসেবে পার করেছিলেন জিব্রলটার প্রণালী। সাঁতরে পেরিয়েছিলেন ইংলিশ চ্যানেলও। ২০১৫ সালে ৪৬ বছর বয়সে মারা যান মাসুদুর।