চাইলেই করা যাবে না ছবি, ₹২৫ লাখে বিক্রি উত্তম-স্বত্ব?
RBN Web Desk: এখন থেকে চাইলেই আর উত্তমকুমারকে নিয়ে ছবি করা যাবে না। খবরে প্রকাশ, বাংলা ছবির একমাত্র ম্যাটিনি আইডলকে নিয়ে ছবি করতে গেলে এবার মুম্বইয়ের এক প্রযোজনা সংস্থার অনুমতি লাগবে, উত্তমের পরিবারের তরফ থেকে নাকি এমনটাই জানানো হয়েছে।
গত কয়েক বছরে উত্তমকুমারের জীবন বা বিশেষ কোনও ঘটনা নিয়ে বেশ কিছু ছবি ও ধারাবাহিক তৈরি হয়েছে। তাঁর নাম ব্যবহার না করে ‘মহানায়ক’ ধারাবাহিকটি টেলিভিশনে সম্প্রচারিত হয় ২০১৬ সালে। নামভূমিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর ২০১৯ সালে মুক্তি পায় সৌমিক সেনের পরিচালনায় ‘মহালয়া’ ছবিটি। রেডিওতে মহালয়ার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানকে সরিয়ে উত্তমকুমারের করা দেবীপক্ষের বিতর্কিত প্রভাতী অনুষ্ঠান নিয়ে ছিল সে ছবি। সেখানে উত্তমের ভূমিকায় অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত। গত বছর সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকেও প্রসেনজিৎকে দেখা গিয়েছে উত্তমের চরিত্রে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অচেনা উত্তম’ ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেছেন।
আরও পড়ুন: গোয়েন্দার ভূমিকায় অরুণিমা, হলো ছবির মহরত
তবে একমাত্র যিশু ছাড়া বাঙালি দর্শক উত্তমের চরিত্রে আর কাউকেই সেভাবে পছন্দ করেননি। সম্ভবত কারও পক্ষেই পর্দায় উত্তমকুমারের সেই ক্যারিশমা ফুটিয়ে তোলা সম্ভব হয়নি আজ পর্যন্ত।
সূত্রের খবর, সম্প্রতি ₹২৫ লাখের বিনিময়ে মহানায়ককে নিয়ে বড়পর্দায় কাজ করার অনুমতি দিয়ে স্বত্ব দেওয়া হয়েছে মুম্বইয়ের প্রযোজনা সংস্থাকে। জানা গেছে, এই সংক্রান্ত চুক্তিপত্রে সই করেছেন উত্তমকুমারের পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের দুই স্ত্রী ও তিন ছেলেমেয়ে।
আরও পড়ুন: শেষ থেকে শুরু, বড়পর্দায় ফিরছে ‘গুপী গাইন বাঘা বাইন’?
কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ ছবিটি। যদিও সেখানে উত্তমকুমারের জীবনী উঠে আসবে না, তবু তাঁর ছবির কিছু অংশ দেখানো হবে। সে বিষয়ে ওই সংস্থার সঙ্গে সৃজিতের আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। তাই ‘অতি উত্তম’ মুক্তির ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। উত্তমের নাতি হিসেবেই তাঁকে ছবিতে দেখা যাবে।
তবে মুম্বইয়ের ওই সংস্থা কিসের ভিত্তিতে বা কোন যোগ্যতায় কোনও পরিচালককে উত্তমকুমারের জীবন নিয়ে ছবি করতে দেবে, তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি।