শেষ থেকে শুরু, বড়পর্দায় ফিরছে ‘গুপী গাইন বাঘা বাইন’?
RBN Web Desk: পরিচালক পাভেলের উদ্যোগে বড়পর্দায় ফিরতে চলেছে ‘গুপী গাইন বাঘা বাইন’। অন্তত টালিগঞ্জে কান পাতলে সেরকমই শোনা যাচ্ছে। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘রসগোল্লা’ ছবিটি। সেই সময়েই গুপী গাইন বাঘা বাইন চরিত্র দুটিকে নিয়ে একটি ছবির পরিকল্পনা করেছেন বলে জানিয়েছিলেন পাভেল। এতদিনে কি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে?
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাহিনী অবলম্বনে ১৯৬৯ সালে সত্যজিৎ রায় তৈরি করেন ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিটি। বাংলা ছবির জগতে আজও অন্যতম সেরা বলে বিবেচিত সেই ছবিতে গুপীর ভূমিকায় অভিনয় করেছিলেন তপেন চট্টোপাধ্যায় এবং বাঘার চরিত্রে ছিলেন রবি ঘোষ। একই ভূমিকায় তাঁদের পরবর্তীকালে দেখা যায় সত্যজিতের ‘হীরক রাজার দেশে’ ও সন্দীপ রায়ের ‘গুপী বাঘা ফিরে এলো’ ছবিতে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এর আগে নানা সময়ে বিভিন্ন পরিচালক ইচ্ছা প্রকাশ করলেও কখনও গুপী-বাঘাকে নিয়ে পূর্ণাঙ্গ ছবি গড়ে ওঠেনি। তবে বিভিন্ন বিজ্ঞাপনের মুখ হিসেবে দেখা গিয়েছে শুন্ডি ও হাল্লার এই দুই রাজাকে।
২০১৯ ছিল ‘গুপী গাইন বাঘা বাইন’ মুক্তির ৫০ বছর। তখনই গুপী-বাঘাকে নিয়ে ছবি করার ইচ্ছে থাকলেও মাঝখানে কেটে গিয়েছে অতিমারীর দুটো বছর। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে পাভেলের ‘কলকাতা চলন্তিকা’ ছবিটি। এরই মধ্যে শোনা যাচ্ছে পাভেল এবার গুপী-বাঘাকে নিয়ে তৈরি করা তাঁর চিত্রনাট্যের ওপর কাজ করতে চলেছেন। শোনা যাচ্ছে যে অভিনেতা সোহম চক্রবর্তীকে এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
‘গুপী গাইন বাঘা বাইন’-এর গল্প যেখানে শেষ হয়েছিল এই ছবি শুরু হবে সেখান থেকেই। তবে পাভেল নিজে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, ছবির চিত্রনাট্য তৈরি থাকলেও বাজেট অনেক বেশি হওয়ায় প্রযোজক পাওয়ায় সমস্যা হচ্ছে। তাই এই ব্যাপারে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। এমনকি সোহমের সঙ্গেও কোনও কথা তাঁর হয়নি বলেই জানিয়েছেন তিনি।
ছবি: আইএমডিবি