সম্পর্কে টানাপোড়েনের গল্প, মুক্তি পেল ‘ঘুন’-এর টিজ়ার
কলকাতা: বহুজাতিক সংস্থায় কর্মরত মধ্যবয়সী বিক্রম। স্ত্রীর মৃত্যুর পর কর্মচারী পুনমের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় সে। পুনমের ঘনিষ্ট বন্ধু জয় বর্তমানে বেকার। সে চিত্র পরিচালক হতে চায়। ইদানিং তার একটাই কাজ, চিত্রনাট্য হাতে প্রযোজকের দ্বারে দ্বারে ঘোরা। পুনমের প্রতি জয়ের একটা ভালো লাগা আছে। পুনম সেটা জেনেও জয়কে গুরুত্ব দিতে নারাজ।
এদিকে অমিত ও বিনীতা স্বামী-স্ত্রী। অমিত পেশায় ডাক্তার, বিনীতা গৃহবধূ। বিভিন্ন কারণে তাদের মুধ্যে দূরত্বের সৃষ্টি হয়। বিনীতার জীবনে আসে জয়, ভালোলাগা ক্রমে ভালোবাসার রূপ নেয়।
অল্পবয়সী সিমি চায় অভিনেত্রী হতে। কিন্তু বাধ সাধে তার বাবা। ঘটনাচক্রে এক এসকর্ট সার্ভিসের সঙ্গে জড়িয়ে পড়ে সিমি।
ছ’টি চরিত্র এবং তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়েই পরিচালক শুভ্র রায় তৈরি করেছেন তাঁর প্রথম ছবি ‘ঘুন’। এই ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ দাস, অনুশা বিশ্বনাথন, সমদর্শী দত্ত, কৌশিক ঘোষ, পৌলমী দাস ও শুচিস্মিতা ঠাকুর। সম্প্রতি শহরে ‘ঘুন’-এর টিজ়ার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
শুভ্র সংবাদমাধ্যমকে জানালেন, “এই ছবির প্রতিটি চরিত্রই আমাদের খুব চেনা। দৈনন্দিন জীবনে এদের প্রত্যেকেরই সম্মুখীন হই আমরা। তাই পরিচিত এই সব চরিত্রদের নিয়েই ছবি করার সিদ্ধান্ত নিলাম। একটা পর্যায়ে গিয়ে ছ’টি চরিত্রের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়।”
এই ছবিতে পুনমের চরিত্রে দেখা যাবে পৌলমীকে। “‘ঘুন’-এ এক উচ্চাকাঙ্খী মহিলার চরিত্রে অভিনয় করছি আমি,” জানালেন পৌলমী। “কোনও সম্পর্ক থেকে কেউ বেরিয়ে গেলে আমরা সব সময় তাকে দোষ দিয়ে থাকি। সেই মানুষটার দৃষ্টিভঙ্গী থেকে কখনও ভেবে দেখি না। একটা সম্পর্কে কেন জটিলতার সৃষ্টি হয়, সেটাই দেখা যাবে এই ছবিতে।”
জয়ের ভূমিকায় থাকছেন সৌরভ। জনালেন, “আমাকে সাধারণত একটু ডার্ক চরিত্রে দেখা যায়। তবে ‘ঘুন’-এ একেবারেই বিপরীত একটি চরিত্রে দেখা যাবে আমাকে। আমি চেষ্টা করি যাতে পর পর দুটো ছবিতে একই ধরণের চরিত্রে আমাকে না দেখা যায়। তাই শুভ্র আমাকে এই চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই।”
আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
অনুশা জানালেন, “এই ছবিতে আমি সিমি। মায়ের মৃত্যুর পর সিমির বাবার সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়। অভিনেত্রী হতে চাইলেও বাবার থেকে কোনওরকম সাহায্য পায় না সিমি।”
ছবিতে অমিত, বিনীতা ও বিক্রমের ভূমিকায় থাকছেন সমদর্শী, শুচিস্মিতা ও কৌশিক। মূল গল্প ও চিত্রনাট্য লিখেছেন সৌরভ মালাকার ও বিশ্বজিৎ হালদার, সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ মহাপাত্র।
‘ঘুন’-এর সম্ভাব্য মুক্তি ১৩ সেপ্টেম্বর।
ছবি: রাজীব মুখোপাধ্যায়