‘সমশেরা’র একাধিক শো বাতিল
RBN Web Desk: একাধিক শো বাতিল হলো ‘সমশেরা’র। ২২ জুলাই মুক্তি পেয়েছে রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ও বাণী কাপুর অভিনীত এই ছবি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আশুতোষ রানা, সৌরভ শুক্ল, রনিত রায়, ত্রিধা চৌধুরী ও পীতবাস ত্রিপাঠী। ছবিটি পরিচালনা করেছেন করণ মালহোত্র।
সূত্রের খবর, প্রেক্ষাগৃহে একজন দর্শকও না থাকায় ছবিটির শো বাতিল করার সিদ্ধান্ত নেয় হল কর্তৃপক্ষ। মুম্বই ছাড়াও কলকাতা ও দিল্লিতে ছবিটির বেশ কয়েকটি শো বাতিল করা হয়েছে। শোনা যাচ্ছে, সন্ধ্যার দিকের কিছু শো-এ কয়েকজন দর্শক থাকলেও, বেশিরভাগ প্রেক্ষাগৃহে সারি-সারি খালি আসনই চেখে পড়ছে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
চার বছর পর পর বড়পর্দায় রণবীরের কোনও ছবি মুক্তি পেল। গত তিনদিনে ‘সমশেরা’র বক্স অফিস সংগ্রহ একেবারেই আশানুরূপ নয়। ছবিটি তৈরি করতে ₹১৫০ কোটিরও বেশি খরচ হয়েছে। এদিকে এখনও পর্যন্ত রোজগারের অঙ্ক মাত্র ₹১০ কোটি। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, বছরের সবথেকে বড় ফ্লপ হতে চলেছে ‘সমশেরা’।
ছবি: টুইটার