‘খোলাম কুচি’র প্রশংসায় সৌরভ
RBN Web Desk: এক সৌরভের প্রশংসায় অন্য সৌরভ। নাট্যকার ও পরিচালক সৌরভ পালোধি ও তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘খোলাম কুচি‘র প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সদ্য ওয়েব সিরিজ়টির সম্প্রচার শুরু হয়েছে ইউটিউবে।
এক ভিডিও বার্তায় সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, “সৌরভের (পালোধি) সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। ও ‘দাদাগিরি’তে অংশগ্রগণ করতো। তখন অবশ্য ও অনেক ছোট। এখন সৌরভ জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছে। তবে আমি কখনও ওকে এ ব্যাপারে প্রশ্ন করিনি। নতুন ছেলেমেয়েদের নিয়ে ও কাজ করছে। আশা করব সৌরভ আগামীদিনেও অনেক ভালো কাজ আমাদের উপহার দেবে।”
আরও পড়ুন: মুখে কথা নেই, হত্যাকারীর চরিত্রে অনির্বাণ
সবাইকে ‘খোলাম কুচি‘ দেখারও অনুরোধ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
‘খোলাম কুচি‘র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, অর্পিতা ঘোষ ও সেঁজুতি রায় মুখোপাধ্যায়।