দুই বাংলার গল্প বলার ধাঁচ একইরকম: মিথিলা
বাংলাদেশে তিনি তারকা হলেও এই প্রথম কোনও ভারতীয় ছবিতে তাঁকে দেখা যাবে। রাজর্ষি দে’র ‘মায়া’ ছবির নামভূমিকায় অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। উইলিয়াম শেক্সপিয়র রচিত নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে এই ছবি তৈরি করেছেন রাজর্ষি। মিথিলা ছাড়াও ছবিতে রয়েছেন গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী সহ এক ঝাঁক তারকা।
“রাজর্ষির ছবিতে মায়া হলো শক্তি,” তাঁর অভিনীত চরিত্রটি সম্পর্কে রেডিওবাংলানেট-কে বললেন মিথিলা। “এখানে মায়ার দৃষ্টিকোণ থেকেই গল্পটা বলা হয়েছে। এটাই ছবির একমাত্র চরিত্র যেটা মূল নাটক থেকে নেওয়া নয়। মায়া বিভিন্ন বয়সে বিভিন্নরকম। একসময় সে খুব সাধারণ মেয়ে ছিল। পরে জীবনের নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে মায়া অসাধারণ হয়ে ওঠে। ছবিতে অদ্ভুত সুন্দরভাবে মিশে গেছে মায়ার গল্পটা।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
প্রথমবার ভারতীয় ছবিতে কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো বলে জানালেন মিথিলা। কলকাতার সঙ্গে বাংলাদেশের ইন্ডাস্ট্রির অনেক মিলও পেয়েছেন তিন। “দুই বাংলার গল্প বলার ধাঁচটা তো একইরকম, যদিও কলকাতার ইন্ডাস্ট্রি আমাদের তুলনায় অনেকটাই বড় আর টেকনিক্যালি অনেক এগিয়ে। এখানে সহশিল্পীরা এতটাই ভালো যে আমার কখনও মনেই হয়নি আমি নতুন,” বললেন মিথিলা।
মায়াতে তাঁকে বেশিরভাগই হিন্দি সংলাপ বলতে শোনা যাবে। হিন্দিটা তিনি মোটামুটি বলতে পারেন, তাই কোনও অসুবিধা হয়নি বলে জানালেন মিথিলা। “এর বাইরে আমার বাকি সংলাপ বাঙাল ভাষাতেই। তবে এই বাংলায় এসে থাকার সময় থেকেই আমি এখানকার ভাষাতেও সাবলীল হয়ে গেছি। এখন আর মনে করে বলতে হয় না। স্বাভাবিকভাবেই বলতে পারি,” জানালেন তিনি।
বাংলাদেশের দর্শক ‘মায়া’ নিয়ে ভীষণই উৎসাহী বলে জানালেন মিথিলা। সংবাদমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ছবি সংক্রান্ত সমস্ত খবর তাঁর কাছে জানতে চাইছেন। যদিও ছবিটি বাংলাদেশে মুক্তির সম্ভাবনা নেই, তবু আগামীদিনে ডিজিট্যাল মাধ্যমে তাঁর নিজের দেশের মানুষ ছবিটি দেখতে পাবেন বলে আশা রাখেন মিথিলা।