দর্শনার সঙ্গে নাচের তালে পা মেলালেন ‘ডাক্তার’ ওম
RBN Web Desk: দর্শনা বণিকের সঙ্গে নাচের তালে পা মেলালেন ওম সাহনি। সঙ্গে একদল অল্পবয়সী ছেলেমেয়ে। সম্প্রতি সল্টলেক সেক্টর ফাইভের একটি পানশালায় এমন দৃশ্যই চোখে পড়ল। অবশ্য বাস্তবে নয়, অয়ন দে পরিচালিত ‘ভয় পেও না’ ছবির একটি গানের দৃশ্যে নাচলেন তাঁরা। এই ছবিতে এক ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন ওম। গানটি গেয়েছেন অন্তরা মিত্র। ওমের অভিনীত চরিত্রের নাম আকাশ (ওম)। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
“আজকে একটা আইটেম সং শুট করছি আমরা। ছবিতে আকাশ বন্ধুদের সঙ্গে এই পানশালায় আসে এবং একটা সময়ের পর ইষৎ টলোমলো অবস্থায় ফ্লোরে নেমে নাচতে শুরু করে। তবে এই গানে আমাকে পুরোদমে নাচতে দেখা যাবে না,” জানালেন ওম।
আরও পড়ুন: নতুন ছবি শুরু করতে চলেছেন নন্দিতা দাশ
“এই ছবিতে আমি একটি বিশেষ চরিত্রে কাজ করছি,” জানালেন দর্শনা। “এই গানের পুরোটা জুড়েই আমি রয়েছি।
ছবির কাহিনীকার সুপ্রিয় ভৌমিক। অনুপম রায়, রাজ বর্মন এবং অন্তরার কণ্ঠে ছবিতে তিনটি গান থাকছে। ‘ভয় পেও না’র সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু প্রসেনজিৎ ঘোষাল।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী