যদি টেনশন না দিলে প্রাণে
RBN Web Desk: অনেকেই বলে বটে জীবনে কোনও টেনশন নেই। কিন্তু সত্যি কি তাই হয়? টেনশন ছাড়া প্রায় কেউই একটা গোটা দিন কাটাতে পারে না। খাওয়া বা শোয়ার টেনশন নাও থাকতে পারে, তাই বলে কাজের টেনশন, ঠিক সময়ে কাজ শেষ করার টেনশন, সকলকে খুশি রাখার টেনশন, এসব তো সকলের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ। তবে বেনুদার জীবনে সত্যিই কোনও টেনশন নেই। টেনশন করতে চাইলেও নেই। কে এই বেনুদা? এই বেনুদাকে নিয়েই আসছে মিনি ওয়েব সিরিজ় ‘বেনুদার টেনশন’। পরিচালনায় সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন দ্রোণ মুখোপধ্যায়, মিশর বসু (সোহিনী), অমিতাভ চট্টোপাধ্যায় ও রাজদীপ সরকার।
নৈহাটির বেনুচন্দ সরকারি কর্মচারী। পরিবার বলতে স্ত্রী মোনালিসা। স্বভাবগুণে সে ভারী ভালো মেয়ে। বাকি বিষয়-সম্পত্তি যা আছে তাতে বেনুর হেসেখেলে দিন কেটে যাওয়ার কথা। কিন্তু কাটছে না। বেনুর একটাই সমস্যা। তার জীবনে কোনও টেনশন নেই। কোনও ব্যাপারেই তার টেনশন হয় না। টেনশনের খোঁজে সে ভূতের বাড়িতে রাত কাটায়, কখনও মাঝরাতে স্টোনম্যানের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। এতকিছু করেও কিছুতেই টেনশন বস্তুটি তার ধারেকাছেও আসে না। ডাক্তার পর্যন্ত দেখে অবাক!
শুটিংয়ের মুহূর্ত
এভাবে টেনশন খুঁজতে গিয়ে বেনু যখন নাজেহাল তখনই হঠাৎ একদিন তার চোখের সামনে ঘটে যায় এক ভয়াবহ হত্যাকাণ্ড। শেখ বিনোদের মতো এক কুখ্যাত অপরাধীর সাক্ষাৎ পায় বেনু। সত্যিকারের টেনশন কাকে বলে সে বুঝতে শুরু করে। এবার কী করবে বেনু?
আরও পড়ুন: নাচতে হবে, করণ জোহরকে ‘না’ শাশ্বতর
সিরিজ়ে গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। তিনি জানালেন, “বরাবরই চেষ্টা করে গেছি অন্যরকম কিছু কাজ করার। এই সিরিজ়ও সেরকমই এক প্রচেষ্টা। এর আগে নিজের লেখা গল্পে নিজে অভিনয়ও করেছি। তবে এখানে আমি লেখক হিসেবেই থাকছি।”
সিরিজ়ের চিত্রগ্রহণ করেছেন অনির। সুর দিয়েছেন প্রাঞ্জল।
এপ্রিলে ক্লিক ডিজিট্যাল মাধ্যমে মুক্তি পাবে ‘বেনুদার টেনশন’।