সমলিঙ্গের সম্পর্ক নিয়ে রণদীপের নতুন ছবি
RBN Web Desk: ভালোবাসা একটি অনুভূতি, এর কোনও লিঙ্গভেদ হয় না। এই বিশ্বাস থেকেই সমলিঙ্গের সম্পর্ক নিয়ে নতুন ছবি ‘লাভ ইস লাভ’-এ হাত দিলেন পরিচালক রণদীপ সরকার। “একজন নারী ও পুরুষের মধ্যে যেমন ভালোবাসা গড়ে ওঠে, ঠিক তেমনই দুজন নারী অথবা দুজন পুরুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠাটাও স্বাভাবিক। সেক্ষেত্রে সমাজের ভ্রুকুটির ঊর্ধ্বে দুজন মানুষের ভালো থাকাটা অনেক বেশি প্রয়োজনীয়,” মনে করেন রণদীপ।
ভারতীয় চলচ্চিত্রে সমলিঙ্গের প্রণয় সংক্রান্ত একাধিক ছবি রয়েছে। বর্তমানে তথাকথিত ‘লোকে কি বলবে’ উপেক্ষা করে এখন নিজে ভালো থাকাকে প্রাধান্য দেওয়ার সময়। এর আগে রূপান্তরকামীদের নিয়ে রণদীপ পরিচালনা করেছিলেন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘আদেলান্তে’। ছবিতে অভিনয় করেছিলেন ব্যক্তিগত জীবনে রূপান্তরকামী অভিনেত্রী সুজ়ি।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
‘লাভ ইস লাভ’-এর একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন মূলত যৌনছবির অভিনেতা অর্ণব স্বর্ণকার। “আমার কাছে কোনও অভিনেতা শুধুই একজন শিল্পী,” রেডিওবাংলানেট-কে বললেন রণদীপ। “এই ছবির চরিত্রের জন্য আমার অর্ণবের মতোই কাউকে প্রয়োজন ছিল। এখানে ওর ব্যক্তিগত পেশার সঙ্গে কোনও যোগাযোগ নেই। ছবিতে আমি দুজন পুরুষের ভালোবাসার সম্পর্ককে তুলে ধরতে চেয়েছি, তাদেরই একজনের চরিত্রে দেখা যাবে অর্ণবকে।”
অর্ণবের বিপরীতে দেখা যাবে রজত ভৌমিককে।
এধরণের একটি কাজ বাংলায় না করে হিন্দিতে কেন? “আমি সেভাবে বাংলা-হিন্দি ভাগ করি না। এর আগেও হিন্দিতে কাজ করেছি। বাংলাতেও করেছি। ছবিটা হিন্দি ভাষায় হলেও টিমের সকেলই বাঙালি,” জানালেন রণদীপ।
‘লাভ ইস লাভ’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সম্রাট শেখর মন্ডল। ক্যামেরার দায়িত্বে আছেন তনয় রায় এবং ছবিটি সম্পাদনা করেছেন শিবম সামন্ত।
খুব শীঘ্রই কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘লাভ ইস লাভ’।