একক অভিনয়ে লকডাউনের বন্দিদশা নিয়ে ছোট ছবি

RBN Web Desk: গত দেড় বছরেরও বেশি সময় ধরে ‘লকডাউন’ শব্দটার সঙ্গে সকলেই পরিচিত হয়ে গিয়েছে। রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন বিধিনিষেধও এখন প্রায় সবারই জানা। কিন্তু কেউ যদি সেই বিধিনিষেধ খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করে, তখন? সেই নিয়েই আসতে চলেছে সন্দীপ সাথির স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘আইসোলেশন’।

এই ছবির নায়কের নাম শারভ। সে তার আবাসনে একা থাকে। প্রতিদিন, প্রতি মুহূর্তে খবরে কোভিডের ক্রমবর্ধমান আক্রান্ত সংখ্যা, নিয়মবিধি দেখতে-দেখতে একটা সময় সে পাগলের মতো আচরণ করতে থাকে। তার মনে ভয় ঢুকে যায়, এই বুঝি সে নিয়ম ভেঙে ফেলল বা আক্রান্ত হলো মারণ রোগে। নিজের স্বাস্থ্যবিধি নিয়েও অতিরিক্ত সতর্ক হয়ে পড়ে শারভ। পান থেকে চুন খসলেই সে পাগলের মতো করতে থাকে। কিন্তু এতকিছুর পরেও ভবিতব্যকে এড়ানো সম্ভব হয় না। আরও অনেকের মতোই সেও এই মহামারির কবলে পড়ে।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

‘আইসোলেশন’-এ একক অভিনয়ে রয়েছেন শারভ।

সন্দীপ রেডিওবাংলানেট-কে জানালেন, “এই ছবিতে নায়কের মুখে খুব বেশি সংলাপ নেই। আমরা গত দেড় বছর প্রতিটা দিন যেভাবে বাড়িতে বসে কাটিয়েছি, প্রতি মুহূর্তে ভয়ে-ভয়ে থেকেছি এই বুঝি রোগে পড়লাম বা হাসপাতাল থেকে গোটা শরীর সাদা পোশাকে ঢাকা লোক এসে নিয়ে গেল, সেই প্রতিটা দৃশ্যকল্প এই ছবিতে তুলে ধরা হয়েছে। এই ছবি দেখলে প্রত্যেক দর্শক নিজের সঙ্গে কোথাও না কোথাও সম্পর্ক খুঁজে পাবেনই।’

আগামীকাল মুক্তি পেতে চলেছে ‘আইসোলেশন’।  

 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *