‘আশিকি ৩’ ছাড়লেন তৃপ্তি দিমরি
RBN Web Desk: শুটিং শুরু করতে দেরি হচ্ছিল। তাই ‘আশিকি ৩’ (Aashiqui 3) ছাড়লেন অভিনেত্রী তৃপ্তি দিমরি (Triptii Dimri)। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বসু (Anurag Basu)। ‘ভুল ভুলাইয়া ৩’-এর পর আবারও এই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তৃপ্তির।
১৯৯০ সালে মুক্তি পায় মহেশ ভট্ট পরিচালিত ‘আশিকি’ (Aashiqui)। নব্বই দশকের অন্যতম সফল ছবি ছিল সেটি। ২০১৩ সালে মুক্তি পায় মোহিত সুরি পরিচালিত ‘আশিকি ২’ (Aashiqui 2)। এই ছবিটিও বক্স অফিসে সফল হয়।
আরও পড়ুন: সিনেমা তৈরির গল্পে নতুন জুটি মীর-ঋত্বিকা
শোনা যাচ্ছে শিরোনামের সমস্যায় জড়িয়েছে ‘আশিকি ৩’। তাই আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এই কারণেই নাকি ছবিটি ছেড়ে দিয়েছেন তৃপ্তি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এই সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ‘আশিকি ৩’-এর শুটিং শুরু হতে পারে বলে খবর। তবে কার্তিকের বিপরীতে কে থাকবেন, তা এখনও জানা যায়নি।