ভিন্টেজ ওয়াইনের স্বাদ দেবে অপর্ণা-অঞ্জন জুটি, দাবি পরমব্রতর
RBN Web Desk: দীর্ঘ দাম্পত্য যতটা না প্রেম তার থেকে অনেক বেশি অভ্যাস, এ কথা প্রায় সকলেই মানেন। তবে অবশ্যই বড় মায়াময় অভ্যাস, যা ছাড়া জীবন চলে না। যে সম্পর্কে টক, মিষ্টি, ঝাল, সবটাই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে স্বমহিমায়, কখনও ছেড়ে যায় না। তেমনই এক ভালোবাসা ও অভ্যাসের কাহিনি শোনাতে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। তাঁর পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ (Ei Raat Tomar Amar) ছবিতে প্রধান দুই চরিত্রে রয়েছেন অপর্ণা সেন (Aparna Sen) ও অঞ্জন দত্ত (Anjan Dutt)। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেল দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে।
ছবি প্রসঙ্গে অপর্ণা জানালেন, “আসলে সত্যিকারের সম্পর্ক হলো বন্ধুত্ব। সেটা স্বামী-স্ত্রী কেন যে কোনও সম্পর্কের মূল কথা। দুটো মানুষের একসঙ্গে থাকা শুধু যে অভ্যেস তাই নয়, দুজনের ছন্দ মিলে যাওয়া এখানে খুব জরুরি।”
এই ছবির দুই মূল চরিত্রের শিল্পী এবং পরমব্রত একাধারে পরিচালক এবং অভিনেতা। সেটা কাজের ক্ষেত্রে কতটা সুবিধাজনক?
আরও পড়ুন: সাদাকালো পোশাকে সৃজিতের ছবির নাটকীয় ট্রেলার মুক্তি
“যাঁরা শুধুমাত্র অভিনেতা, তাঁরা একটা ছবিতে অভিনয়ের দিক দিয়ে সেরা পারফরম্যান্স দেওয়ার কথা ভাববে। কিন্তু যাঁরা একই সঙ্গে পরিচালক এবং অভিনেতা, তাঁরা সম্পূর্ণ ছবিটা বা ছবির সমস্ত বিভাগ নিয়ে ভাবতে এবং বুঝতে পারে। আর পরম নিজে যেহেতু অভিনেতা ও খুব ভালো বুঝতে পারত কোথায় আমাদের অসুবিধা হচ্ছে। সেইভাবেই ও দৃশ্যগুলো তুলেছে যাতে আমাদের কোথাও কোনও অস্বস্তি না থাকে,” জানালেন অপর্ণা।
ছবিতে সেভাবে কোনও বার্তা দেওয়া না হলেও, একটা স্বাভাবিক মানবিক আদানপ্রদান, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল কিংবা বহু না বলা কথা কীভাবে মানুষের জীবনকে চালিত করে সেগুলো এই ছবির ভেতর দিয়ে এবং পরেও দর্শকের ভেতর থেকে যাবে বলে মনে করেন অপর্ণা।
আরও পড়ুন: ‘আশিকি ৩’ ছাড়লেন তৃপ্তি দিমরি
“সংলাপ তো না হয় কেউ লিখে দেবেন ছবির জন্য,” বললেন অঞ্জন। “কিন্তু সেই সংলাপগুলোর ফাঁকে যে কথাগুলো থাকে সেটা বুঝে নেওয়াই অভিনেতার আসল কাজ। স্বামী-স্ত্রীর নৈকট্য বা ঘনিষ্ঠতা শুধু ডায়লগ বলে বা জড়িয়ে ধরে করা যায় না। সেটার জন্য দুজন অভিনেতার মধ্যে বোঝাপড়া দরকার। তাই রীনাদির (অপর্ণা) সঙ্গে অভিনয় করতে গিয়ে আমাকে কিছু ভেবে করতে হয়নি, খুব স্বাভাবিকভাবে এসেছে।”
অপর্ণা যেমন বললেন অঞ্জন রাজি না হলে তিনি ছবিটা করতেন না তেমনই পরমব্রতও জানালেন, শুরু থেকেই ঠিক করা ছিল অপর্ণা-অঞ্জনের মধ্যে কেউ একজন রাজি না হলেও ছবিটা তিনি করতেন না।
টিম ‘এই রাত তোমার আমার’
ছবিতে অপর্ণাকে একজন ক্যান্সার আক্রান্তের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, রোগের প্রভাব যার চোখেমুখে।
“সারাজীবন আমি যেমন চরিত্রে অভিনয় করেছি এটা তার থেকে এতটাই আলাদা যে আমাকে শুরুতেই এটা জেনে এগোতে হয়েছে ছবিতে আমাকে ভালো দেখাবে না। এটা মেনে নেওয়া একজন বাণিজ্যিক ছবির অভিনেতার পক্ষে বেশ কঠিন,” বললেন অপর্ণা।
সেই জায়গা থেকেই এমন একজন সহঅভিনেতার প্রয়োজন তাঁর ছিল যিনি এই ব্যাপারটা বুঝে সমানতালে সঙ্গত করবেন। সেই কারণেই অঞ্জন ছাড়া আর কারও সঙ্গেই এই চরিত্রে সাবলীল হতে পারতেন না বলে জানালেন তিনি।
আরও পড়ুন: রক্তস্রোতের সঙ্গে মিশল স্যাটায়ার
পরমব্রত জানালেন, “প্রথম যখন চিত্রনাট্য নিয়ে রীনামাসি আর অঞ্জনদার কাছে গিয়েছিলাম তখন এটা এরকম পর্যায়ে ছিল না। পরে কাজ করার সময় চিত্রনাট্যে এই দুজনের নানা সংযোজন এটাকে অনেকটাই বদলে দিয়েছে, বা বলা ভালো আরও সমৃদ্ধ করেছে। যেমন ভিন্টেজ ওয়াইনের ক্ষেত্রে সময়ের সঙ্গে স্বাদ-গন্ধ আরও বাড়তে থাকে, তেমনই একটা সম্পর্কও বয়সের সঙ্গে-সঙ্গে অনেকটা থিতু হয়। সময়ের সঙ্গে ভালোবাসার চেহারাও বদলায়। সেটাই এই ছবিতে দেখা যাবে।”
৩১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এই রাত তোমার আমার’।