পদ্মশ্রী পাচ্ছেন মমতা শঙ্কর
RBN Web Desk: চলচ্চিত্রে ও নৃত্যে অসামান্য অবদানের জন্য এবছর পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন বিশিষ্ট অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar)। এবছর ১১৩ জন পেতে চলেছেন এই সম্মান। ১৯৯২ সালে সত্যজিৎ রায় পরিচালিত ‘আগন্তুক’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পান তিনি। আজ দিল্লিতে এ সংক্রান্ত ঘোষণা করা হয়।।
দেশের প্রায় সব প্রথম সারির পরিচালকের ছবিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর। সত্যজিৎ ছাড়াও কাজ করেছেন মৃণাল সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ সেনগুপ্ত, অঞ্জন দত্ত ও সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে।
আরও পড়ুন: ভিন্টেজ ওয়াইনের স্বাদ দেবে অপর্ণা-অঞ্জন জুটি, দাবি পরমব্রতর
মৃণালব সেনের ‘মৃগয়া’ (১৯৭২) ছবিতে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান মমতা শঙ্কর। সেই ছবিতে তার সঙ্গে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। ‘মৃগয়া’ সেবছর সেরা ছবির জাতীয় পুরস্কার পায়।
মমতা শঙ্করের পদ্মশ্রী পাওয়াতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাংলার চলচ্চিত্র মহল।
ছবি: RBN আর্কাইভ