হিট পরিচালকের ছবিতে জনপ্রিয় টেলি-অভিনেতা
RBN Web Desk: ছোট পর্দায় প্রথম কাজ মা ধারাবাহিকে। তারপর দেখতে-দেখতে প্রায় বারো বছর টেলিভিশনে কাটিয়ে ফেললেন অভিনেতা আকাশ ঘোষ। এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন এই জনপ্রিয় টেলি-অভিনেতা, আর প্রথম ছবিতেই তাঁর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
আকাশকে সম্প্রতি দেখা গেছে বকুলকথা ধারাবাহিকে। এছাড়াও তিনি কাজ করেছেন বেশ কয়েকটি মেগাহিট ধারাবাহিকে যার মধ্যে তোমায় আমায় মিলে, সংসার সুখের হয় রমণীর গুণে, ও ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ অন্যতম। এত বছরে প্রায় ২০টি ধারাবাহিকে কাজ করে ফেলেছেন আকাশ। তবে শুধু অভিনয়ই নয়, পরিচালনাতেও আগ্রহ আছে তাঁর। সম্প্রতি একটি শর্ট ফিল্মও পরিচালনা করেছেন তিনি।
তৈরি হল না যে ঘরে বাইরে
সৃজিতের ভিঞ্চিদা ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন আকাশ। পুজোর পর শুরু হয়েছে এই ছবির শ্যুটিং।
সংবাদমাধ্যমকে আকাশ আনালেন, সেপ্টেম্বরে ছবির প্রোডাকশন টিম তাঁকে ডেকে পাঠায় ও লুকটেস্ট হয়। এরপরেই নির্বাচিত হন তিনি। এই সুযোগ পাওয়ার জন্য সৃজিতের কাছে তিনি অত্যন্ত ঋণী, জানালেন আকাশ।
ছবি: এবেলো