স্মরণে শান্তিনিকেতনের নিজস্ব বাটিক শিল্পের প্রবর্তক প্রতিমা দেবী

RBN Web Desk: তাঁকে দিয়েই ঠাকুরবাড়িতে প্রথম বিধবা বিবাহের প্রচলন। সে আয়োজন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। ১১ বছরের বিধবা প্রতিমাকে তাঁর পুত্রবধূ করলেন তিনি। কবিপুত্র রথীন্দ্রনাথের সঙ্গে তাঁর বিবাহ হলো। কিন্তু প্রতিমা কোনওদিনই রথীন্দ্রনাথের ছায়ামাত্র হয়ে থাকলেন না। সৃষ্টি করলেন নিজ অলঙ্করণ শৈলীর। শান্তিনিকেতনের একান্ত নিজস্ব যে বাটিক শিল্প তার প্রবর্তন ও প্রচারে, নৃত্যনাট্যের নির্দেশনায়, সাহিত্যচর্চায় নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি।

সে যুগে দাঁড়িয়ে নারীশক্তিকে কিভাবে কাজে লাগানো যায় তাই নিয়েও ভাবনাচিন্তা করেছেন প্রতিমা। শান্তিনিকেতনে আলাপিনী সমিতি গড়ে তুলে তিনিই প্রথম সেখানে নারীকল্যাণের এক নতুন দিগন্ত খুলে দেন। কারোর আড়ালে থেকে নয়, তাঁর পরিচয় তিনি নিজেই রচনা করেছেন। শান্তিনিকেতনে তিনি ছিলেন আশ্রমলক্ষ্মী।

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

তাঁকে নিয়েই এক গীতি আলেখ্য অনুষ্ঠিত হতে চলেছে আইসিসিআর মঞ্চে, ২৪ নভেম্বর সকাল সাড়ে দশটায়। পরিবেশনায় এসপিসি ক্রাফট ও বিরুৎজাতীয়। 

আরও একজন আশ্রমকন্যাকে স্মরণ করা হবে এই অনুষ্ঠানে। তিনি সঙ্গীতশিল্পী নীলাঞ্জনা সেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেনের কন্যা নীলাঞ্জনা ছিলেন নাচে ও গানে পারদর্শী। এছাড়া কর্মসূত্রে তিনি ছিলেন শান্তিনিকেতনের পাঠভবনের ইতিহাসের অধ্যাপিকা। বেতার এবং দুরদর্শনেরও নিয়মিত শিল্পী ছিলেন তিনি। নীলাঞ্জনা ছিলেন এক অত্যন্ত জনপ্রিয় শিক্ষাবিদ যিনি ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে তুলতেন ইতিহাস পড়ার আনন্দ। তিনিই প্রথম রবীন্দ্রতত্ব নিয়ে আর্মেনিয়া গিয়েছিলেন। অনুষ্ঠানে তাঁকে নিয়ে বলবেন বিশিষ্ট রবীন্দ্রবিদ শর্মিলা রায় পোমো। সঙ্গে প্রদান করা হবে নীলাঞ্জনা সেন স্মৃতি পুরস্কার, যা এ বছর থেকেই চালু করা হচ্ছে। এ বছর এই পুরস্কার পাবেন বিশ্বভারতীর অধ্যাপক বিশ্বজিৎ রায়। 

আরও পড়ুন: খেল দিখা সকোগে না?

সমগ্র অনুষ্ঠানটির মূল ভাবনা বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের। “আমরা এমন দুজনের কথা বলতে চেয়েছিলাম যাদের কথা আগে সেভাবে কখনও বলা হয়নি। অর্থাৎ এঁদের জীবনের জয়গান কখনও গাওয়া হয়নি। এঁরা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন,” রেডিওবাংলানেট-কে বললেন সুজয়। 

অনুষ্ঠানে সুজয় ছাড়াও ভাষ্যপাঠে থাকছেন চৈতালি দাশগুপ্ত ও সুপর্ণা দত্ত। গান গাইবেন শ্রমনা চক্রবর্তী, রঞ্জিনী মুখোপাধ্যায় ও শুভশ্রী প্যাটেল। বিশেষ অতিথিরূপে উপস্থিত থাকবেন প্রমিতা মল্লিক। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *