গান চুরির অভিযোগ শিলাজিতের
RBN Web Desk: গান চুরির অভিযোগ তুললেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার। শুধু তাঁর গান চুরিই নয়, সেটিকে প্রচলিত বলে চালিয়ে দেওয়া নিয়েও সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। শিল্পীর পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তকুলও।
২০০৪-এ মুক্তি পেয়েছিল শিলাজিতের ‘লাল মাটির সরানে’ অ্যালবামটি। শিলাজিৎ জানিয়েছেন, সেই অ্যালবামে ভবা পাগলার গানের পাশাপাশি পাঁকাল ক্ষ্যাপার গানও ছিল। যেমন ছিল সুনীল মাহাতোর ‘বতরে পিরিতি ফুল ফোটে’, তেমনই ছিল প্রচলিত গানও। অরুণ মজুমদারের লেখা ‘ওস্তাদ’ গানটিও ছিল। তবে এই অ্যালবামের শীর্ষসঙ্গীতটি শিলাজিতের নিজের লেখা ও সুর করা। ফলে তা কখনওই প্রচলিত হতে পারে না বলে দাবি করেছেন শিল্পী।
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
‘লাল মাটির সরানে’ গানটিতে সাঁওতালি ভাষায় দুটি লাইন রয়েছে। শিলাজিৎ জানিয়েছেন, ‘এ দুলৌর ময়না আমা ওরা ওকারে/এ দুলৌর ময়না তিগুন মেসেনা’ লাইনদুটি লিখে দিয়েছিলেন নরেন হাঁসদা। সেটুকুও প্রচলিত বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিলাজিৎ।
তবে বিশিষ কারও বিরুদ্ধে আঙুল তোলেননি শিলাজিৎ।