থেমে গেল সরস্বতীর কণ্ঠ, প্রয়াত লতা
RBN Web Desk: থেমে গেল সরস্বতীর কণ্ঠ, চলে গেলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। আজ ভোরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জানুয়ারির শুরুতে কোভিডে আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই থেকে সেখানেই ছিলেন সুরসম্রাজ্ঞী। শুরুর দিকে স্থিতিশীল থাকলেও পরে ভেন্টিলেশনে দিতে হয়েছিল তাঁকে। গত সপ্তাহে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ভেন্টিলেশন খুলে দেওয়া হয়। আশার আলো দেখেছিলেন সারা ভারতজুড়ে তাঁর অগণিত গুণমুগ্ধ ভক্ত।
কিন্তু গতকাল রাতে আবারও অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। গত প্রায় এক মাস যাবৎ আইসিইউতে বিশেষজ্ঞ ডাক্তারদের নজরদারিতে ছিলেন লতা। কিন্তু শেষরক্ষা হলো না। সারা দেশের সঙ্গীতপ্রিয় শ্রোতাকে কাঁদিয়ে চলে গেলেন সুরের রাণী।
আরও পড়ুন: জুটি বাঁধছেন তনুশ্রী-ঈশান
১৯৪২ থেকে দীর্ঘ ৭৭ বছর ধরে ভারতীয় সঙ্গীত জগৎকে অজস্র গান উপহার দিয়েছেন লতা। হিন্দি সহ আরও ৩৬টি ভাষায় গান গেয়েছেন তিনি। একসময় বাংলা ভাষাতেও অসংখ্য তুমুল জনপ্রিয় গান গেয়েছেন তিনি।
১৯২৯-এর ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা। বাবা দিনানাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি থিয়েটারের অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীতের জগতে পরিচিত নাম। বাবার মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে প্লেব্যাক করতে শুরু করেন লতা। তারপর আর কখনও থামতে হয়নি কোকিলকণ্ঠীকে।
সারাজীবন ধরে অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার, ১৯৯৯-তে পদ্মবিভূষণ এবং ২০০১ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন দ্বারা তাঁকে সন্মানিত করে ভারত সরকার।
তাঁর মৃত্যুতে ভারতীয় সঙ্গীত জগতে একটি গৌরবময় যুগের অবসান হলো।