মুক্তি পেল ৫টি জাতীয় পুরস্কার জয়ী ‘একটি সিনেমার গল্প’র ট্রেলার
কলকাতা: ‘আহা রে’র পর আবারও একই ফ্রেমে দেখা যাবে আরিফিন শুভ ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। পরিচালক আলমগীরের পরবর্তী ছবি ‘একটি সিনেমার গল্প’র দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তাঁরা। আলমগীর নিজেও এই ছবিতে রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। গতকাল শহরে মুক্তি পেল ছবির ট্রেলার, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর, ঋতুপর্ণা ও অন্যান্যরা।
এক জনপ্রিয় চিত্রতারকার ত্রিকোণ সম্পর্কের বিষয় নিয়েই তৈরি হয়েছে ‘একটি সিনেমার গল্প’।
“ঋতু আমার মেয়ে আঁখীর বন্ধু,” বললেন আলমগীর। “ওকে এই ছবির গল্পটা বলেছিলাম। তারপর থেকেই ঋতুর সঙ্গে ঢাকা বা অন্য কোথাও দেখা হলেই ও ছবিটা করতে বলতো। তবে ছবি করব ভাবলেই তো আর তা করা হয়ে ওঠে না। যাইহোক শেষমেশ সেটা সম্ভব হলো।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
বাংলাদেশে ইতিমধ্যেই চলচ্চিত্রে পাঁচটি জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘একটি সিনেমার গল্প’। সেরা গায়িকা ও পার্শ্ব অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে আঁখী আলমগীর ও সাদেক বাচ্চু।
“আলমগীর বাংলা ছবির জগতের একজন স্তম্ভ,” বললেন ঋতুপর্ণা। “’একটি সিনেমার গল্প’ মূলধারার ছবি হলেও সবার কাছেই সমান গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস। পাঁচটি জাতীয় পুরস্কার যার ঝুলিতে, সেই ছবির মান যে কোন স্তরে সেটা বলার অপেক্ষা রাখে না।”
‘একটি সিনেমার গল্প’তে কবিতা (ঋতুপর্ণা) একজন বিখ্যাত বাংলা ছবির নায়িকা। একটি ছবির শুটিং করতে গিয়ে সে দুর্বল হয়ে পড়ে পরিচালক আকাশের (আলমগীর) প্রতি। কিন্তু ঘোরতর সংসারী আকাশ দিনের শেষে নিজের স্ত্রী ও সন্তানের কাছে ফিরতেই পছন্দ করে। অন্যদিকে সহঅভিনেতা সজীব (আরিফিন) কবিতাকে ভালোবাসলেও, সে তাকে শুধুমাত্র একজন ভালো বন্ধু ব্যতীত অন্য কিছু ভাবতে পারে না।
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
“ছবি পরিচালনা করার সময় আমি একজন শিল্পীর স্টারসত্বাকে মাথায় রাখি না,” পরিচালক হিসেবে ঋতুপর্ণার সঙ্গে কাজ করা প্রসঙ্গে বললেন আলমগীর।
দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ২৯ নভেম্বর কলকাতায় মুক্তি পেতে চলেছে ‘একটি সিনেমার গল্প’।
ছবি: রাজীব মুখোপাধ্যায়