নিজ়ামের শহরে বঙ্গসংস্কৃতির ছোঁয়া
RBN Web Desk: জীবনের প্রয়োজনে, জীবিকার সন্ধানে মানুষ পাড়ি দেয় বহুদূর, কিন্তু বুকের মধ্যে বয়ে বেড়ায় তার ভাষা ও সংস্কৃতি। নিজের সংস্কৃতির প্রতি সেই ভালোবাসা থেকেই একদল বাঙালি হায়দরাবাদের বুকে গড়ে তুলেছেন ‘দি বেঙ্গলী সার্কল’ নামের সংগঠন যার মূল উদ্দেশ্য বাংলা সংস্কৃতি চর্চা।
তাদেরই উদ্যোগে গত ২১ ও ২২ জুলাই নিজ়ামের শহরে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী বঙ্গমেলার। হায়দরাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় যোগ দেন বহু বাঙালি।
যে জন থাকে মাঝখানে
নাচ, গান, নাটকের পাশাপাশি ছিল রসনাতৃপ্তির এলাহি আয়োজন। ২১ জুলাই সন্ধ্যায় উলুধ্বনি ও ঢাকের তালে সূচনা হয় এই মেলার। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু শিল্পী। কলকাতা থেকে এই মেলায় অংশগ্রহণ করেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক। তার কন্ঠে ‘আমি বাংলায় গান গাই’ গানটি শ্রোতাদের মুগ্ধ করে।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
হায়দরাবাদের বুকে এরকম একটি অনুষ্ঠান করতে পেরে স্বভাবতই খুশি আয়োজকরা। বড়দের পাশাপাশি কচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই মেলাকে প্রাণবন্ত করে তোলে।