পাঁচে ‘প্রাক্তন’: তিন অজানা তথ্য জানালেন শিবপ্রসাদ-নন্দিতা
২. প্রথম পছন্দ ছিলেন অর্পিতা
‘প্রাক্তন’-এর পরতে-পরতে যে ভবিষ্যৎ ভীষণভাবে বাস্তব সে হলো উজানের দ্বিতীয় স্ত্রী মালিনী। মালিনী এক অতি সাধারণ গৃহবধূ, যার কাছে স্বামী, সন্তান এবং সংসারের বাইরের জগৎ শূণ্য। মালিনীর চরিত্র ভীষণভাবে জনপ্রিয় করে তুলেছিলেন অপরাজিতা। তবে পরিচালকদ্বয় মালিনীর চরিত্রে অভিনয়ের জন্য অর্পিতা চট্টোপাধ্যায়কে প্রথম প্রস্তাব দেন। রাজিও হন অর্পিতা। পরবর্তীকালে এই চরিত্র নিয়ে শিবপ্রসাদ-নন্দিতা যখন আবার চিন্তাভাবনা শুরু করেন, তখন তাঁদের মনে হয় অর্পিতা নন, মালিনীর প্রতি সুবিচার করতে পারেন একমাত্র অপরাজিতা। সে কথা অর্পিতাকে জানাতে ছবির স্বার্থে তিনি নিজেই ‘প্রাক্তন’ থেকে সরে আসেন।
<—১, ১৩ বছরের ধৈর্য | ৩. রেলগাড়ির কামরা—>