দাঙ্গার মাঝে ভালোবাসার গল্প
RBN Web Desk: ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শোষণের হাত থেকে মুক্তি পায় ভারত। জন্ম হয় ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুটি ভূখণ্ডের। তৎকালীন পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে প্রায় দু’হাজার মাইলের ব্যবধান। মধ্যিখানে স্বাধীন দেশ ভারত। একই দেশের, একই ধর্মে বিশ্বাসী হলেও দুই খণ্ডের মানুষের জীবনযাত্রায় পার্থক্য ছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়। এরপর ১৯৭১-এর অপারেশন সার্চলাইট চিরতরে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে প্রাচীর তুলে দেয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
ভারতের স্বাধীনতার পর থেকেই ধর্মের নামে জিগির তুলে দাঙ্গা বাঁধানোর এমন অনেক ঘটনার সাক্ষী রয়েছে দুই বাংলা। তেমনই কোনও এক দাঙ্গায় হারিয়ে যাওয়া দুটি মানুষের ভালোবাসার গল্প ‘ইচ্ছামতী’।
ছবির পরিচালক বাবিন দাস, কাহিনীকারও তিনি। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অর্ণব গুহ। অর্ণব নিজেই এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। ছবির দুই মুখ্য চরিত্রে রয়েছেন সাহিদুর রহমান এবং সুমনা দাস।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
‘ভাগ মিলখা ভাগ’, ‘কাবিল’, বাটলা হাউস’-এর মতো ছবিতে কাজ করে মুম্বইয়ে নিজের জায়গা পাকা করে ফেলেছেন সাহিদুর। শুধুমাত্র ‘ইচ্ছামতী’র গল্প শুনেই মুম্বই থেকে সোজা কলকাতায় চলে আসেন বলে জানালেন তিনি। অন্যদিকে ‘টুম্পা সোনা’ গানের দৌলতে সুমনা এখন বাংলার ঘরে-ঘরে জনপ্রিয় নাম। এছাড়াও ছবিতে রয়েছে নাট্যজগতের একঝাঁক তরুণ তুর্কী।
আপাতত শেষ হয়েছে ছবির শুটিং, চলছে পোস্টপ্রোডাকশনের কাজ।
খুব শীঘ্রই ফিল্মবাজ় ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘ইচ্ছামতী’।