পাঁচে ‘প্রাক্তন’: তিন অজানা তথ্য জানালেন শিবপ্রসাদ-নন্দিতা
৩. রেলগাড়ির কামরা
‘প্রাক্তন’-এর বেশিরভাগ দৃশ্য শুট হয়েছিল ট্রেনের কামরায়। ট্রেনের মতোই গোটা একটি সেট স্টুডিওতে বানিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক নীতিশ রায়। এতটাই বাস্তব ছিল সেই সেট যে প্রায় কোনও দর্শকই বুঝতেই পারেননি ওটা আসল ট্রেনের কামরা নয়। আশ্চর্য হয়েছিলেন খোদ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজ়মে আধিকারিক দেবাশিস চন্দ্র। পরিচালকের আমন্ত্রণে এই ছবির প্রিমিয়রে এসে অবাক হয়ে যান তিনি। এত অবিকল একটি আসল ট্রেন!