পাঁচে ‘প্রাক্তন’: তিন অজানা তথ্য জানালেন শিবপ্রসাদ-নন্দিতা
RBN Web Desk: আজ থেকে পাঁচ বছর আগে ট্রেনের কামরায় দেখা হয়েছিল দুই প্রাক্তনের। অতর্কিতে নেমে আসে ফ্ল্যাশব্যাক। গোটা ছবি জুড়ে ছিল প্রেম, বিয়ে, মনোমালিন্য, বিচ্ছেদ এবং ভালোবাসা এ সব কিছুর মেলবন্ধন।
২০১৬ সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় মুক্তি পায় ‘প্রাক্তন’। বহু বছর পর একসঙ্গে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও ছিলেন অপরাজিতা আঢ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মানালী দে, বিশ্বনাথ বসুরা। একটি বিশেষ চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। আজ এই ছবির পাঁচ বছর পূর্ণ হলো। তাই সেই ছবি সংক্রান্ত নানা অজানা তথ্য সামনে আনলেন শিবপ্রসাদ-নন্দিতা।
১. ১৩ বছরের ধৈর্য
‘প্রাক্তন’-এর পরিকল্পনা শুরু হয়েছিল ২০০৩ সালে। অর্থাৎ শিবপ্রসাদ-নন্দিতা জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইচ্ছে’-এরও আগে ‘প্রাক্তন’-এর বীজ বপন হয়। শুরু থেকেই উজান এবং সুদীপার চরিত্রের জন্য প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাই ছিলেন পরিচালকদ্বয়ের প্রথম পছন্দ। তাঁরা ছবির প্রস্তাব নিয়ে ঋতুপর্ণার কাছে পৌঁছেও যান। প্রসেনজিৎ রাজি থাকলেও অরাজি হন ঋতুপর্ণা। ব্যস্ততার কারণে ফিরিয়ে দেন প্রস্তাব। তবু হাল ছাড়েননি শিবপ্রসাদ-নন্দিতা। অবশেষে ১৩ বছর পর রাজি হলেন ঋতুপর্ণা। ২০১৬ সালে মুক্তি পেল ব্লকবাস্টার এই ছবি।
২. প্রথম পছন্দ ছিলেন অর্পিতা—>