‘দুর্গেশগড়ের গুপ্তধন’ এখনও অবধি আমার সব থেকে বড় হিট: আবীর
কলকাতা: “‘দুর্গেশগড়ের গুপ্তধন’ এখনও অবধি আমার অভিনয় জীবনের সব থেকে বড় হিট,” বললেন আবীর চট্টোপাধ্যায়। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ২৪ মে মুক্তি পায় এই ছবি। এখনও পর্যন্ত এই ছবিটি ৬ কোটি টাকার ওপর ব্যবসা করেছে বলে দাবী প্রযোজনা সংস্থার। আবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেন, লিলি চক্রবর্তী, জুন মালিয়া, দেবযানী চট্টোপাধ্যায়। ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এ ইতিহাসবিদ সোনাদার চরিত্রে অভিনয় করেছেন আবীর।
রেডিওবাংলানেট-কে আবীর জানালেন, “এই সিরিজ়টাকে এত আপন করে নেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ। আমি খুব খুশি যে একটা মৌলিক ফ্র্যাঞ্চাইজ়িকে মানুষ এতটা ভালোবেসেছেন।”
দর্শক আবীরকে ফেলুদা, ব্যোমকেশের মত গোয়েন্দা হিসেবে দেখতেই অভ্যস্ত। তাঁকে সোনাদা-রূপে মেনে নাও নিতে পারে, এমন আশঙ্কা হয়েছিল কি না জিজ্ঞেস করাতে আবীর জানালেন, “আসলে এটাই একজন অভিনেতার কাছে চ্যালেঞ্জ। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয় আমাদের। তবে সোনাদাকে এত মানুষ ভালোবাসছে, এটাই সব থেকে বড় পাওয়া।”
পুনরায় চালু হবে ইলোরা, জানিয়ে দিল মালিকপক্ষ
সিরিজ়ের পরের ছবিতে কি তাহলে সোনাদার নায়িকা আসবে? “এটা তো আমিও জানিনা। আমি তো নায়িকা পাচ্ছিই না। মনে হচ্ছে আবির (অর্জুন) আর ঝিনুক (ইশা) মিলে কিছু একটা অভিসন্ধি করছে যে আমাকে কিছুতেই নায়িকা পেতে দেবে না। সোনাদাকে ওরা এত ভালোবাসে, সেটা যাতে ভাগ হয়ে না যায় তাই মনে হয় ওরা দুজন মিলে কিছু একটা চক্রান্ত করেছে। এটা আমাকেও খোঁজ নিতে হবে,” হেসে বললেন আবীর।
ছবি: অর্ক গোস্বামী