জন্মদিনে মুক্তি পেল কিশোর কুমার জুনিয়র টিজ়ার
RBN Web Desk: জীবিত থাকলে আজ ৯০ বছরে পদার্পণ করতেন কিংবদন্তী শিল্পী। তাই আজকের দিনটি কে স্মরণে রেখেই মুক্তি পেল পরিচালক কৌশিক গাঙ্গুলীর পরবর্তী ছবি কিশোর কুমার জুনিয়র-এর টিজ়ার।
ছবিতে এক কিশোরকণ্ঠীর ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় অপরাজিতা আঢ্য, রাজেশ শর্মা ও লামা হালদার।
সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপচারিতার প্রসেনজিৎ বলেন, তার অভিনয় জীবনের প্রথম সুপারহিট গান—চিরদিনই তুমি যে আমার—গেয়েছিলেন কিশোর কুমার। তাই এই ছবি সেই মহান শিল্পীর প্রতি তার শ্রদ্ধার্ঘ্য।
তাশি গাঁওয়ে একদিন
ছবি নিয়ে কৌশিক গাঙ্গুলী জানালেন, ভারতবর্ষের সব বিখ্যাত গায়ক-গায়িকার যেমন মহম্মদ রফি, আশা ভোঁসলে, এবং বিশেষ করে কিশোর কুমারের কণ্ঠীশিল্পী রয়েছেন। এদের গায়কী এতটাই নিখুঁত যে অনেক সময় গান শুনে বোঝাই যায় না আসল শিল্পী গাইছেন, না অন্য কেউ। বিপুল জনপ্রিয়তা পান এরা। কিন্তু গানে নিজস্বতা থাকে না বলে হারিয়েও যান তাড়াতাড়ি। তেমনই একজন কণ্ঠীশিল্পীর জীবন নিয়ে এই ছবি।
শব্দ যখন ছবি আঁকে
প্রসেনজিতের কথায়, কুমার শানুর স্টেজ শো দেখার অভিজ্ঞতা তাকে ভীষণভাবে সাহায্য করেছে এই চরিত্রে অভিনয় করার সময়।
ছবির সঙ্গীত ইন্দ্রদীপ দাশগুপ্তর।
পুজোয় মুক্তি পেতে চলেছে কিশোর কুমার জুনিয়র।