শূণ্যস্থান পূরণে কি গদাধরই ভরসা?
RBN Web Desk: রাসমণির শূণ্যস্থান পূরণে কি গদাধর ওরফে রামকৃষ্ণের উপরেই ভরসা রাখছে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ? মূল চরিত্রের অনুপস্থিতিতে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকটি চলবে কিনা তাই নিয়ে কিছুদিন ধরে দর্শকমহলে উদ্বেগ তৈরি হয়েছে। ২০১৭ সালে সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় একেবারে উপরের দিকে থেকেছে এই ধারাবাহিক।
‘করুণাময়ী রাণী রাসমণি’র নামভূমিকায় দিতিপ্রিয়া রায়ের অভিনয়ই নিঃসন্দেহে ধারাবাহিকটির জনপ্রিয়তার প্রধান কারণ বলে মনে করেন দর্শক। এই ধারাবাহিকটি ঘিরে তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে বয়স্ক রাসমণির চরিত্রে প্রথমে অন্য অভিনেত্রী নেওয়ার কথা ভাবা হলেও, দর্শকের চাহিদা বুঝে দিতিপ্রিয়াকেই মেকআপ দিয়ে অনেকটা বেশি বয়সের রাসমণি করে তোলা হয়।
আরও পড়ুন: আর্থিক সঙ্কটে রাজেশ খট্টর ও পরিবার
কিছুদিন আগে দিতিপ্রিয়া নিজেই জানান ধারাবাহিকে তাঁর চরিত্রটি শেষ হতে চলেছে। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার ছ’বছর পর ১৮৬১ সালে রানীর জীবনাবসান হয়। ধারাবাহিকের গল্পে সেই সময়কাল অতিক্রান্ত হওয়ায় রানীর চরিত্রটি স্বাভাবিকভাবেই আর থাকছে না। তবে এর কারণে ধারাবাহিকটি শেষ হয়ে যাবে কিনা, সে বিষয়ে দিতিপ্রিয়া নিজেও কোনও স্পষ্ট ধারণা দিতে পারেননি।
আরও পড়ুন: হাতের শিরা কেটে মায়ের পায়ে আলতা, বিরক্ত দর্শক
সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে ধারাবাহিকটি একেবারে শেষ না করে রামকৃষ্ণের চরিত্রটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা। কিছুদিন আগেই ধারাবাহিকে রামকৃষ্ণ ও সারদার বিবাহ দেখানো হয়েছে। ফলে রামকৃষ্ণর জীবনের মূল পর্বই এখন ধারাবাহিকের বিষয় হয়ে উঠতে পারে। দক্ষিণেশ্বর মন্দিরকে ঘিরে রাসমণির পরিবারের ভূমিকাও ইতিহাসের অংশ হিসেবে পাশাপাশি চলবে। ভবিষ্যতে এর সঙ্গে নরেন্দ্রনাথ দত্ত তথা বিবেকানন্দ চরিত্রটিরও প্রবেশ ঘটতে পারে।
রাসমণির চরিত্রের অনুপস্থিতিতে তাঁর নামাঙ্কিত ধারাবাহিকে অন্য কারোর জীবনের ঘটনাবলী দেখানো হলে চ্যানেলের তরফে তা এক ধরণের ব্যতিক্রমী পদক্ষেপ হবে। এমনটা এর আগে দেখা যায়নি। তবে এর আগেও এই ধারাবাহিকে রামকৃষ্ণ বা অন্য ঐতিহাসিক চরিত্রগুলি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। সেই কথা মাথায় রেখে চ্যানেল ও প্রযোজনা সংস্থা হয়তো ধারাবাহিকটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে আগামী দিনগগুলিতে ধারাবাহিকে কী ঘটতে চলেছে তা নিয়ে চ্যানেল এখনও সরকারীভাবে কিছু জানায়নি।