পুজোয় পেটপুজো, সৌজন্যে ‘বৌদি ক্যান্টিন’
কলকাতা: বাঙালির দুর্গাপুজোর সঙ্গে খাওয়াদাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই কথা মাথায় রেখেই এবার পুজোয় খুলছে ‘বৌদি ক্যান্টিন’। তবে বাস্তবে নয়, ছবির পর্দায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘বৌদি ক্যান্টিন’ ছবির কুশীলবরা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পূষণ দাশগুপ্ত, অনসূয়া মজুমদার, সুমিত সমাদ্দার ও অরুণ বন্দ্যোপাধ্যায়। গতকাল শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরমব্রত ও অন্যান্যরা। সেখানেই ছবি মুক্তির সময় ঘোষণা করলেন পরমব্রত।
পরিচালক জানালেন, “এটা একদম সাদামাটা, মিষ্টি একটা ছবি। এর মধ্যে কোনও জটিল বিষয় নেই। মূল চরিত্রে খুব ভালো কাজ করেছে শুভশ্রী।”
সাধারণ গৃহবধূ পৌলমী (শুভশ্রী)। ভীষণভাবে সংসারী হয়েও, নিজের স্বতন্ত্র একটা জায়গা তৈরি করার জন্য সে কীভাবে সংসার করার ক্ষমতাটা কাজে লাগায়, সেটাই দেখা যাবে ‘বৌদি ক্যান্টিন’-এ।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
“আসলে বিবাহিত মহিলা হলেই আমরা চট করে তাঁদের বৌদি বলে সম্বোধন করি,” বললেন পরমব্রত। “বৌদি ডাকটা আমরা খুব কাছের বলে মনে করি। সেই কারণেই ছবির এরকম নামকরণ।”
ছবির মূল বিষয় নারীর ক্ষমতায়ন। তবে সেখানেও প্রচলিত ধারণা ভাঙতে চান পরিচালক। “বেশিরভাগ ক্ষেত্রেই একজন মহিলা যদি পুরুষের মতো কাজকর্ম করতে সক্ষম হন, তখনই আমরা সেটাকে নারীর ক্ষমতায়ন বলি। যেন পুরুষরাই ঠিক করে দেবেন কোন নারীকে ক্ষমতাবান বলা হবে। এই ছবিতে পৌলমী তার নিজগুণে প্রতিষ্ঠা পায়, কোনও পুরুষের অনুমোদনের প্রয়োজন পড়ে না,” বললেন পরমব্রত।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ছবিতে পৌলমীর স্বামী সৌরিশের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। ছবির কাহিনীকার অরিত্র সেন।
“আমি পরমদার অফিসে অন্য একটা কাজের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। পরমদা তখন জিজ্ঞাসা করে, একটা মিষ্টি গল্প আছে, শুনবি? অরিত্র শুধু এক লাইনে গল্পটা শুনিয়েছিল। আমি শুনেই রাজি হয়ে যাই,” বললেন শুভশ্রী।
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
“এই ছবিতে একটা ছোট ও বেশ মজার চরিত্রে অভিনয় করেছি আমি,” জানালেন সোহম। “এই প্রথম পরমের পরিচালনায় কাজ করলাম। ও খুব সাবলীলভাবে দৃশ্যগুলো বুঝিয়ে দিতে পারে। আর শুভশ্রীর সঙ্গে তো নয়-নয় করে অনেকগুলো ছবি হয়ে গেল। পরম আবার কবে ডাকবে, তার অপেক্ষা করছি।”
জয় সরকারের সঙ্গীত পরিচালনায় তিনটি গান থাকছে ছবিতে। গানগুলি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও দীপাংশু আচার্য।
‘বৌদি ক্যান্টিন’-এর চিত্রনাট্য লিখেছেন সোমশ্রী ঘোষ ও সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবির সংলাপও লিখেছেন সম্রাজ্ঞী। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন তিয়াস সেন।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী