ফিরছেন একেনবাবু, এবার অভিনয়ে রাজনন্দিনী, রাহুলও
RBN Web Desk: আবার ফিরছেন একেনবাবু। সুজন দাশগুপ্তের কাহিনী অবলম্বনে একেনবাবু সিরিজের অষ্টম সিজ়ন আসতে চলেছে। এবারও পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। অভিনয়ে বরাবরের মতোই থাকবেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarty), সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhay) ও সোমক ঘোষ (Somak Ghosh)। এছাড়াও অন্যান্য ভূমিকায় থাকবেন রাজনন্দিনী পাল (Rajnandini Paul), রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee), বিশ্বজিৎ চক্রবর্তী, শঙ্কর দেবনাথ ও রোজা পারমিতা দে।
এবারের সিজ়ন ‘নৃত্যশিল্পীর মৃত্যু তদন্তে একেনবাবু’ গল্পটি নিয়ে। গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। রাজনন্দিনী রয়েছেন এক কথাকলি নৃত্যশিল্পীর ভূমিকায়।
আরও পড়ুন: শ্রদ্ধার অভিনীত চরিত্র নিয়ে নতুন ছবি
সিরিজ়ে পাশাপাশি বড়পর্দাতেও একেনবাবু চরিত্রটি নিজস্ব দর্শক তৈরি করে নিয়েছে গত দু’বছরে। ২০২২ সালে ‘দ্য একেন’ (The Eken) ও ২০২৩-এ ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ (The Eken: Ruddhaswas Rajasthan) দুটি ছবিই দর্শক সাদরে গ্রহণ করেছেন। একেন সিরিজ়ের আগামী ছবিটির শুটিং হবার কথা ছিল রাশিয়ায়। সেই কাজ কবে শুরু হবে তা জানা যায়নি।
একেনবাবু সিরিজ়ের শুটিং শুরু হতে চলেছে এই মাসেই। কলকাতা, পুরী, ভুবনেশ্বর, কটক মিলিয়ে হবে শুটিং। সম্ভবত ডিসেম্বর মাসে মুক্তি পাবে এই সিজ়ন।
হইচই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজ়টি।
ছবি: RBN আর্কাইভ